বিজনেসে আওয়ার প্রতিবেদক : সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচার চেয়ে দ্বিতীয় দিনও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে নটরডেম কলেচের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিক্ষোভে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিলেও তাদের ফিরে যেতে অনুরোধ করেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জিরো পয়েন্টের বায়তুল মোকাররমের সামনের রাস্তায় বসে শান্তিপূর্ণ সমাবেশ করছেন। এ সময় মাইকে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হচ্ছিল কোনো শিক্ষার্থী যেন কোনো ধরণের বিশৃঙ্খলা না করে। তারা যেন কোনো যানবাহন ভাঙচুর না করে এবং কারো যান এবং মালের কোনো ক্ষতি যেন না হয়।
এ সময় শিক্ষার্থলা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে।
বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২১/কমা