আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১৩টির বা ৮২.৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ১.৯০ টাকা বা ২০.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কোহিনুর কেমিক্যালের ১৭.৯০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৭.১০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ১৬.২৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৫.৮৯ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ১৫.৬৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫.২৯ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ১৪.৩৪ শতাংশ, বিআইএফসির ১৪.২৯ শতাংশ এবং তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ১৪.০২ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২১/পিএস