ঢাকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রেগে মাথার চুল ফেলে দিয়েছিলেন সালমান

  • পোস্ট হয়েছে : ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • 74

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর আগের কথা, একের পর এক ছবি করে চলেছেন সালমান খান। বেশিরভাগ ছবিই বক্স অফিসে সফল। ঠিক এমন সময় ‘তেরে নাম’-এ অভিনয়ের প্রস্তাব আসে। ঘনিষ্ঠরা বারবার সালমানকে এই ছবি ফিরিয়ে দেওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু ‘ভাইজান’ কবেই কার কথা মতো চলেছেন! সব নিষেধ অমান্যকরে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

সেই সময় অন্য একটি ছবিতেও কাজ করছিলেন সালমান। ভেবেছিলেন দু’দিক একসঙ্গে সামলে নেবেন অনায়াসে। কিন্তু বিপাকে পড়েন ‘তেরে নাম’-এর প্রযোজকের আবদারে! সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সেই গল্পই ফাঁস করলেন ‘টাইগার’। বললেন, “একদিন ছবির প্রযোজক এবং আমার প্রিয় বন্ধু সুনীল মনচন্দ এসে বলল আমাকে সব চুল ফেলে দিতে হবে। তা হলেই নাকি সেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারব। আরও ভালভাবে অভিনয় করতে পারব।”

অন্য দিকে আর একটি ছবির শুটিংয়ের মাঝেই চুল ফেলে দেবেন কি না, তা নিয়ে দোটানায় ভুগছিলেন সালমান। কিন্তু প্রযোজকও তখন নাছোড়বান্দা। অগত্যা বাধ্য হয়ে রেগে গিয়ে নিজেই সব চুল ফেলে ন্যাড়া হয়ে যান সালমান। হয়ে ওঠেন বদরাগী ‘রাধে’। তিনি বললেন, “এক দিন কিছু না ভেবেই রেগে গিয়ে আমি সব চুল কেটে দিলাম। এর পরেই আমি সুনীলকে ফোন করে জানাই ছবির জন্য আমি রাজি।সবাই আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কিন্তু কোনো এক কারণে আমি এই চরিত্রটা করতে চেয়েছিলাম।”

সালমানের সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রমাণ হয় ‘তেরে নাম’-এর সাফল্যের পর। প্রায় দু’দশক পরেও তাই এলোমেলো, বদমেজাজি ‘রাধে মোহন’কে (ছবিতে তার চরিত্রের নাম) মনে রেখেছেন সিনেপ্রেমীরা।

বিজনেস আওয়ার/২৭ নভেম্বর,২০২১/ এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

রেগে মাথার চুল ফেলে দিয়েছিলেন সালমান

পোস্ট হয়েছে : ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর আগের কথা, একের পর এক ছবি করে চলেছেন সালমান খান। বেশিরভাগ ছবিই বক্স অফিসে সফল। ঠিক এমন সময় ‘তেরে নাম’-এ অভিনয়ের প্রস্তাব আসে। ঘনিষ্ঠরা বারবার সালমানকে এই ছবি ফিরিয়ে দেওয়ার উপদেশ দিয়েছিলেন। কিন্তু ‘ভাইজান’ কবেই কার কথা মতো চলেছেন! সব নিষেধ অমান্যকরে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

সেই সময় অন্য একটি ছবিতেও কাজ করছিলেন সালমান। ভেবেছিলেন দু’দিক একসঙ্গে সামলে নেবেন অনায়াসে। কিন্তু বিপাকে পড়েন ‘তেরে নাম’-এর প্রযোজকের আবদারে! সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সেই গল্পই ফাঁস করলেন ‘টাইগার’। বললেন, “একদিন ছবির প্রযোজক এবং আমার প্রিয় বন্ধু সুনীল মনচন্দ এসে বলল আমাকে সব চুল ফেলে দিতে হবে। তা হলেই নাকি সেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারব। আরও ভালভাবে অভিনয় করতে পারব।”

অন্য দিকে আর একটি ছবির শুটিংয়ের মাঝেই চুল ফেলে দেবেন কি না, তা নিয়ে দোটানায় ভুগছিলেন সালমান। কিন্তু প্রযোজকও তখন নাছোড়বান্দা। অগত্যা বাধ্য হয়ে রেগে গিয়ে নিজেই সব চুল ফেলে ন্যাড়া হয়ে যান সালমান। হয়ে ওঠেন বদরাগী ‘রাধে’। তিনি বললেন, “এক দিন কিছু না ভেবেই রেগে গিয়ে আমি সব চুল কেটে দিলাম। এর পরেই আমি সুনীলকে ফোন করে জানাই ছবির জন্য আমি রাজি।সবাই আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কিন্তু কোনো এক কারণে আমি এই চরিত্রটা করতে চেয়েছিলাম।”

সালমানের সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রমাণ হয় ‘তেরে নাম’-এর সাফল্যের পর। প্রায় দু’দশক পরেও তাই এলোমেলো, বদমেজাজি ‘রাধে মোহন’কে (ছবিতে তার চরিত্রের নাম) মনে রেখেছেন সিনেপ্রেমীরা।

বিজনেস আওয়ার/২৭ নভেম্বর,২০২১/ এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: