বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ২৪ হাজার ৮২০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ২৪ লাখ ২৯ হাজার ৬৯৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৬৯৬ জন। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯৩ লাখ ১ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১ হাজার ৩২৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ৮২২ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৯৮০ জন। আর ব্রাজিলে ২ কোটি ২০ লাখ ৮৪ হাজার ৭৪৯ জনের। মারা গেছেন ৬ লাখ ১৪ হাজার ৪২৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২১/কমা