বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাঈন উদ্দিন নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই বিক্ষোভ শুরু হয়।
ঢাকা ন্যাশনাল কলেজের একদল শিক্ষার্থী সকালে রামপুরা ব্রিজে এসে অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোমবার (২৯ নভেম্বর) শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজনেস আওয়ার/৩০ নভেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: