স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। তবে স্পনসরশিপ রেভিনিউ নিয়ে আর্থিক স্বচ্ছতার নিয়ম ভঙ্গ করায় আগামী দুই মৌসুমের জন্য দলটিকে ব্যান করেছে উয়েফা।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ক্লাবটি। যার রায় দেয়া হবে আগামী সোমবার। বলা যায় সিটির আগামী দুই মৌসুমের ভাগ্য নির্ধারণ হবে সেদিন। গত ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ শুরুর আগে এই ব্যান ঘোষণা করে ফিফা।
শাস্তি ঘোষণার পরপরই কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের কাছে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করে ক্লাবটি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮-১০ জুন অনলাইনে শুনানি হয়। আগামী সোমবার সেই শুনানির রায় জানাবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। ফলে সোমবারের রায়ের দিকেই তাকিয়ে সিটির সমর্থকেরা।
বিগত কয়েক বছর ধরেই আবু ধাবির রয়েল পরিবারের মালিকানাধীন ইংল্যান্ডের এই ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন নিয়ম ভঙ্গের অভিযোগ ছিল। ২০১৮ সালের নভেম্বরে জার্মানির এক ম্যাগাজিনে ক্লাবের দুর্নীতি সংক্রান্ত কিছু ই-মেইল ও বিভিন্ন নথি প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসে উয়েফা।
জানা যায়, পর্তুগালের একটি হ্যাকার গ্রুপ এই ব্যাপারে ওই ম্যাগাজিনটিকে সহযোগীতা করেছিল। ঘটয়ার বিস্তারিত জানতে বিশেষজ্ঞ কমিটি গড়ে তদন্ত শুরু করে উয়েফা। তদন্ত শেষে আগামী দুই মৌসুম ম্যানসিটিকে ইউরোপিয়ান সমস্ত প্রতিযোগীতা থেকে ব্যান করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২০/এ