বিজনেস আওয়ার প্রতিবেদক : অর্থমন্ত্রীর সাথে শেয়ারবাজার সংশ্লিষ্টদের বৈঠকের খবরে আগের সপ্তাহের শেষ দিবস বড় উত্থান হলেও সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৫ ডিসেম্বর) কিছুটা উত্থান হয়েছে। এদিন শেয়রবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
জানা গেছে, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৪২ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ৬৯৬৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.১৫ পয়েন্ট বা ০.১৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬১.০৬ পয়েন্টে এবং দুই হাজার ৬৩৮.২৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৫০ কোটি ২১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪৫টির বা ৬৫.৬৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৭৯টির বা ২১.১৮ শতাংশের এবং ৪৯টি বা ১৩.১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৬.৩১ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪০১.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২১/পিএস