ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আনন্দমোহন কলেজ খুলছে আজ

  • পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • 68

বিজনেস আওয়ার প্রতিবেদক : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনদিন বন্ধ থাকার পর আজ (০৭ ডিসেম্বর) আনন্দমোহন কলেজের হল খুলে দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সোমবার হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ধ থাকা হোস্টেলসমূহ কলেজ আইনশৃঙ্খলা কমিটি ও হল স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শর্তসাপেক্ষে ৭ ডিসেম্বর সকাল থেকে যথারীতি খুলে দেওয়া হবে।

শর্তসমূহ হচ্ছে, কেবলমাত্র বৈধ শিক্ষার্থীরাই হোস্টেলে অবস্থান করতে পারবে। রাত ৮টার পর ছাত্রীনিবাস এবং রাত ১০ টার পর ছাত্রাবাসে গেইট বন্ধ করে দেওয়া হবে। হোস্টেলসমূহ কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃখলা বাহিনীর নজরদারিতে থাকবে বিধায় সকল শিক্ষার্থীকে আইডি কার্ড/সিট বরাদ্দের রশিদ সঙ্গে রাখতে হবে। সকলকে যথাযথ বিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের ইউনিটটি জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট হিসেবে বিবেচিত হবে কেন্দ্রীয় ছাত্রলীগের এমন প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রলীগের অনুসারীরা আন্দোলনে নামে। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করে জেলা ছাত্রলীগ।

এনিয়ে শনিবার (৪ ডিসেম্বর) দিনভর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের দুই শিক্ষক সহ বেশ কয়েকজন আহত হয়।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আনন্দমোহন কলেজ খুলছে আজ

পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনদিন বন্ধ থাকার পর আজ (০৭ ডিসেম্বর) আনন্দমোহন কলেজের হল খুলে দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সোমবার হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ধ থাকা হোস্টেলসমূহ কলেজ আইনশৃঙ্খলা কমিটি ও হল স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শর্তসাপেক্ষে ৭ ডিসেম্বর সকাল থেকে যথারীতি খুলে দেওয়া হবে।

শর্তসমূহ হচ্ছে, কেবলমাত্র বৈধ শিক্ষার্থীরাই হোস্টেলে অবস্থান করতে পারবে। রাত ৮টার পর ছাত্রীনিবাস এবং রাত ১০ টার পর ছাত্রাবাসে গেইট বন্ধ করে দেওয়া হবে। হোস্টেলসমূহ কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃখলা বাহিনীর নজরদারিতে থাকবে বিধায় সকল শিক্ষার্থীকে আইডি কার্ড/সিট বরাদ্দের রশিদ সঙ্গে রাখতে হবে। সকলকে যথাযথ বিধি মেনে চলতে হবে।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের ইউনিটটি জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিট হিসেবে বিবেচিত হবে কেন্দ্রীয় ছাত্রলীগের এমন প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রলীগের অনুসারীরা আন্দোলনে নামে। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিছিল করে জেলা ছাত্রলীগ।

এনিয়ে শনিবার (৪ ডিসেম্বর) দিনভর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের দুই শিক্ষক সহ বেশ কয়েকজন আহত হয়।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: