ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আটালান্টার বিপক্ষে কষ্টের ড্র জুভেন্টাসের

  • পোস্ট হয়েছে : ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • 53

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আটালান্টাকে আতিথ্য দেয় জুভেন্টাস। তবে তুরিনের বুড়িদের ঘরকেই যেন নিজেদের ঘর বানিয়ে নেয় দুর্দান্ত ফর্মে থাকা আটালান্টা। আটালান্টার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও রোনালদোর দুই পেনাল্টি থেকে করা গোলেই শেষ রক্ষা জুভেদের। শেষ পর্যন্ত আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস।

তুরিনে ম্যাচের ১৬ মিনিটেই সফরকারীদের লিড এনে দেন আটালান্টার ফরোয়ার্ড দুভান জাপাতা। কোনো ভাবেই যেন ছন্দে ফিরতে পারছিল না মাউরিজিও সারির দল। রোনালদোকে ঘিরে তৈরি করা আক্রমণভাগ যেন রোনালদোকে বল দিতেই পারছিল না। আর তাই নিজের স্বভাবসুলভ খেলাও খেলতে পারছিলেন না রোনালদো।

প্রথমার্ধ শেষের বাঁশি বাজে জুভেন্টাসের ১-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্ত করে জুভেন্টাস। বিরতির পর ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় ডি বক্সের পাশ থেকে ক্রস করতে যান পাওলো দিবালা, তবে তার ক্রস করা বল হাত দিয়ে থামিয়ে দেন আটালান্টার ডি রন। আর রেফারি বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি।

স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান সিআরসেভেন। জুভেন্টাস সমতায় ফেরার পর যেন আটালান্টা তেড়েফুঁড়ে ওঠে। জুভেন্টাসের ঘরের মাঠেই তাদের কোণঠাসা করে ফেলে সফরকারীরা।

চলতি মৌসুমটা রূপকথার মতো কাটছে আটালান্টার। তারই ধারাবাহিকতায় জুভেন্টাসের মাঠে দ্বিতীয়বারের মতো লিড নেয় তারা। ম্যাচের ৮০ মিনিটে লুইস মুরিয়েলের অ্যাসিস্ট থেকে রুশলান ম্যালিনোভস্কি গোল করে আটালান্টাকে এগিয়ে নেন ২-১ গোলের ব্যবধানে।

তবে ম্যাচ তখনও শেষ হয়নি। ডি বক্সের ভেতরে জুভেন্টাসের ক্রস আবারও হাত গিয়ে লাগে আটালান্টার ডি মুরিয়েলের। আবারও পেনাল্টির বাঁশি রেফারির। ঠান্ডা মাথায় আবারও দুর্দান্ত ফিনিশিং, আর সেই সঙ্গে জুভেন্টাসকে নিশ্চিত হারের মুখ থেকে ফিরিয়ে আনলেন রোনালদো।

দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই মাঠ ছাড়ে জুভেন্টাস। ৩২ ম্যাচ শেষে ২৪ জয় আর সমান চারটি করে হার এবং ড্র’তে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস, ৬৮ পয়েন্ট নিয়ে লাৎজিও ২য় এবং ৬৭ পয়েন্ট নিয়ে আটালান্টা তৃতীয় স্থানে।

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আটালান্টার বিপক্ষে কষ্টের ড্র জুভেন্টাসের

পোস্ট হয়েছে : ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আটালান্টাকে আতিথ্য দেয় জুভেন্টাস। তবে তুরিনের বুড়িদের ঘরকেই যেন নিজেদের ঘর বানিয়ে নেয় দুর্দান্ত ফর্মে থাকা আটালান্টা। আটালান্টার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও রোনালদোর দুই পেনাল্টি থেকে করা গোলেই শেষ রক্ষা জুভেদের। শেষ পর্যন্ত আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস।

তুরিনে ম্যাচের ১৬ মিনিটেই সফরকারীদের লিড এনে দেন আটালান্টার ফরোয়ার্ড দুভান জাপাতা। কোনো ভাবেই যেন ছন্দে ফিরতে পারছিল না মাউরিজিও সারির দল। রোনালদোকে ঘিরে তৈরি করা আক্রমণভাগ যেন রোনালদোকে বল দিতেই পারছিল না। আর তাই নিজের স্বভাবসুলভ খেলাও খেলতে পারছিলেন না রোনালদো।

প্রথমার্ধ শেষের বাঁশি বাজে জুভেন্টাসের ১-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্ত করে জুভেন্টাস। বিরতির পর ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় ডি বক্সের পাশ থেকে ক্রস করতে যান পাওলো দিবালা, তবে তার ক্রস করা বল হাত দিয়ে থামিয়ে দেন আটালান্টার ডি রন। আর রেফারি বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি।

স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রোনালদো। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান সিআরসেভেন। জুভেন্টাস সমতায় ফেরার পর যেন আটালান্টা তেড়েফুঁড়ে ওঠে। জুভেন্টাসের ঘরের মাঠেই তাদের কোণঠাসা করে ফেলে সফরকারীরা।

চলতি মৌসুমটা রূপকথার মতো কাটছে আটালান্টার। তারই ধারাবাহিকতায় জুভেন্টাসের মাঠে দ্বিতীয়বারের মতো লিড নেয় তারা। ম্যাচের ৮০ মিনিটে লুইস মুরিয়েলের অ্যাসিস্ট থেকে রুশলান ম্যালিনোভস্কি গোল করে আটালান্টাকে এগিয়ে নেন ২-১ গোলের ব্যবধানে।

তবে ম্যাচ তখনও শেষ হয়নি। ডি বক্সের ভেতরে জুভেন্টাসের ক্রস আবারও হাত গিয়ে লাগে আটালান্টার ডি মুরিয়েলের। আবারও পেনাল্টির বাঁশি রেফারির। ঠান্ডা মাথায় আবারও দুর্দান্ত ফিনিশিং, আর সেই সঙ্গে জুভেন্টাসকে নিশ্চিত হারের মুখ থেকে ফিরিয়ে আনলেন রোনালদো।

দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেই মাঠ ছাড়ে জুভেন্টাস। ৩২ ম্যাচ শেষে ২৪ জয় আর সমান চারটি করে হার এবং ড্র’তে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস, ৬৮ পয়েন্ট নিয়ে লাৎজিও ২য় এবং ৬৭ পয়েন্ট নিয়ে আটালান্টা তৃতীয় স্থানে।

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: