ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাইটনের জালে ম্যান সিটির গোল উৎসব

  • পোস্ট হয়েছে : ১২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • 1

স্পোর্টস ডেস্ক : নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জেতার সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে ব্রাইটনের ঘরের মাঠেই ব্রাইটনকে গোল বন্যায় ভাসায় সিটিজেনরা। রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় সিটি।

নিউক্যাসেলের ম্যাচে যেখানে শেষ টেনেছিল ব্রাইটনের বিপক্ষে যেন সেখান থেকে শুরু করে স্টার্লিংরা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামে দুই দল। ম্যাচে সিটিজেনদের গোল উৎসবের উদ্বোধন করেন রহিম স্টার্লিং।

ম্যাচের মাত্র ২১ মিনিটে ব্রাইটনের ডি বক্সে বল পান গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বল ডি বক্সের ভেতরে পেয়ে যান রহিম স্টারলিং। আর সেখান থেকে ডান প্রান্তের উপরের কর্নার দিয়ে বল পাঠিয়ে দেন ব্রাইটনের জালে। সিটি এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

এরপর অপেক্ষা ২৩ মিনিটের অর্থাৎ ম্যাচের ৪৪তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় সিটি। এবার স্কোরশিটে নাম লেখান প্রথম গোলের যোগান দাতা গ্যাব্রিয়েল জেসুস। রদ্রির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোল করেন জেসুস। সেখানে শেষ প্রথমার্ধ, ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণে সিটি। অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। দলের তৃতীয় গোলটি করেন রহিম স্টার্লিং। এবার স্টার্লিংয়ের গোলের যোগান দাতা রিয়াদ মাহারেজ। মাহারেজের ক্রস থেকে মাথা ছুইয়ে পূর্ণ করে নিজের দ্বিতীয় গোল তুলে নেন স্টার্লিং, সেই সঙ্গে সিটি এগিয়ে যায় ৩-০’তে।

তিন গোল দিয়ে আরও মরিয়া হয়ে ওঠে সিটি, চতুর্থ গোল আদায় করে নিতে তাই মোটেই অপেক্ষা করতে হয়নি। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে এবার গোল করেন বার্নার্দো সিলভা। ব্রাইটনের জালে সিটির গোলের হালি পূর্ণ। তবে তখনও বাকি স্টার্লিংয়ের হ্যাটট্রিক।

হ্যাটট্রিকের জন্য স্টার্লিংকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত। ব্রাইটনের রক্ষণভাগের ভুলে নিজের হ্যাটট্রিক তুলে নেন ইংলিশ তারকা ফরোয়ার্ড। দুর্দান্ত সিটির আগুনে ভস্ম হয়ে শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে হারে ব্রাইটন। আর এই নিয়ে টানা দুই ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় লাভ করল সিটিজেনরা।

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্রাইটনের জালে ম্যান সিটির গোল উৎসব

পোস্ট হয়েছে : ১২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জেতার সুখস্মৃতি নিয়ে খেলতে নেমে ব্রাইটনের ঘরের মাঠেই ব্রাইটনকে গোল বন্যায় ভাসায় সিটিজেনরা। রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় সিটি।

নিউক্যাসেলের ম্যাচে যেখানে শেষ টেনেছিল ব্রাইটনের বিপক্ষে যেন সেখান থেকে শুরু করে স্টার্লিংরা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামে দুই দল। ম্যাচে সিটিজেনদের গোল উৎসবের উদ্বোধন করেন রহিম স্টার্লিং।

ম্যাচের মাত্র ২১ মিনিটে ব্রাইটনের ডি বক্সে বল পান গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বল ডি বক্সের ভেতরে পেয়ে যান রহিম স্টারলিং। আর সেখান থেকে ডান প্রান্তের উপরের কর্নার দিয়ে বল পাঠিয়ে দেন ব্রাইটনের জালে। সিটি এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

এরপর অপেক্ষা ২৩ মিনিটের অর্থাৎ ম্যাচের ৪৪তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় সিটি। এবার স্কোরশিটে নাম লেখান প্রথম গোলের যোগান দাতা গ্যাব্রিয়েল জেসুস। রদ্রির দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোল করেন জেসুস। সেখানে শেষ প্রথমার্ধ, ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণে সিটি। অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। দলের তৃতীয় গোলটি করেন রহিম স্টার্লিং। এবার স্টার্লিংয়ের গোলের যোগান দাতা রিয়াদ মাহারেজ। মাহারেজের ক্রস থেকে মাথা ছুইয়ে পূর্ণ করে নিজের দ্বিতীয় গোল তুলে নেন স্টার্লিং, সেই সঙ্গে সিটি এগিয়ে যায় ৩-০’তে।

তিন গোল দিয়ে আরও মরিয়া হয়ে ওঠে সিটি, চতুর্থ গোল আদায় করে নিতে তাই মোটেই অপেক্ষা করতে হয়নি। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে এবার গোল করেন বার্নার্দো সিলভা। ব্রাইটনের জালে সিটির গোলের হালি পূর্ণ। তবে তখনও বাকি স্টার্লিংয়ের হ্যাটট্রিক।

হ্যাটট্রিকের জন্য স্টার্লিংকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত। ব্রাইটনের রক্ষণভাগের ভুলে নিজের হ্যাটট্রিক তুলে নেন ইংলিশ তারকা ফরোয়ার্ড। দুর্দান্ত সিটির আগুনে ভস্ম হয়ে শেষ পর্যন্ত ৫-০ গোলের ব্যবধানে হারে ব্রাইটন। আর এই নিয়ে টানা দুই ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় লাভ করল সিটিজেনরা।

বিজনেস আওয়ার/১২ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: