বিজনেস আওয়ার প্রতিবেদক: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৯৭ জনের।
বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১১ লাখ ৯৩ হাজার ২৫৮টি। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৩০২ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ২৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫ শতাংশ। মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
মৃত্যু ৪ জনের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। একজন করে মারা গেছেন ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।
বিজনেস আওয়ার/১৫ ডিসেম্বর, ২০২১/এএইচ