বিজনেস আওয়ার প্রতিবেদক : ঘূর্ণিঝড় রাইয়ের তাণ্ডবে ফিলিপাইনে ৭৫ জন নিহত হয়েছে। প্রচণ্ড এ ঘূর্ণিঝড়ে আহত হয়েছেন কয়েকশ লোক। ঝড়ের প্রভাবে দেশটির বেশিরভাগ প্রদেশজুড়ে বিদ্যুৎ ও টেলি যোগাযোগব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।
সর্বোচ্চ প্রায় ১৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়া এই ঘূর্ণিঝড় সাম্প্রতিককালে ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ছিল বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।
শুক্রবার রাতে দক্ষিণ চীন সাগরের দিকে চলে গেছে ঝড়টি। ঝড়ের আগে কমপক্ষে তিন লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাস্তুহারা হয়ে পড়েছে বহু মানুষ।
দ্বীপটির গভর্নর আর্লিন ব্যাগ-আও প্রদেশটির সরকারি ওয়েবসাইটে লিখেছেন— ‘দ্বীপটি পুরো মাটিতে মিশে গেছে।’আর্লিন আরও জানান, দ্বীপটির রাজধানী থেকে ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। তবে শহরতলি অঞ্চলগুলোর কী পরিস্থিতি তা অজানা।
শিয়ারগাঁও ও বোহল প্রদেশেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে প্লাবনের জেরে অনেকেই বাড়ির ছাদ এবং গাছের ডালে আশ্রয় নিয়েছিলেন। তাদের উদ্ধার করছেন উপকূলরক্ষী বাহিনী।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/কমা