বিজনেস আওয়ার প্রতিবেদক: পৌষের শুরুতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। এর ফলে আগামী দু-এক দিনের মধ্যেই চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে যাচ্ছে।
রোববার (১৯ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কমে যাবে আর রাতের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসবে। তবে নদী বন্দরগুলোর জন্য কোনো আগাম সর্তকবার্তা নেই।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: