স্পোর্টস ডেস্ক: সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই ফাইনালে উঠেছে মারিয়া মান্ডার দল। রোববার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯-০ গোলে বিধ্বস্থ করেছে স্বাগিতক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
এর আগে দিনের প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। আগামী ২২ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ফাইনালে। এর আগে লিগের খেলায় ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
বিজনেস আওয়ার/১৯ ডিসেম্বর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: