বিজনেস আওয়ার প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পর্যায়ক্রমে বাকি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন রাষ্ট্রপতি।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সালমা ইসলাম এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
বিজনেস আওয়ার/২০ ডিসেম্বর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: