ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মজিবরের এক হাত-পা চলে গেল বাঘের পেটে

  • পোস্ট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • 33

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাঘের মুখ থেকে কেড়ে আনা হয়েছে মজিবরের মৃতদেহ। পশ্চিম সুন্দরবনের বৈকারি থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। এক হাত আর একটি পা এরই মধ্যে চলে গেছে বাঘের পেটে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে আনুষ্ঠানিকতা সেড়ে স্বজনদের কাছে হস্থান্তর করা হবে মজিবরের মরদেহ।

এর আগে ভোরবেলা টাইগার গনির নেতৃত্বে বনে নামেে একটি টিম। পায়রাটুনি খালের যেখান থেকে মজিবরকে ধরেছে বাঘ সেই জায়গা থেকে শুরু হয় খোঁজাখুঁজি। পায়ের ছাপ ধরে শিকারীকে খুঁজে বের করেন তারা।

গতকাল সুন্দরবনের পায়রাটুনি খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মজিবর। দুপুরের পর পর ঘটেছে দুর্ঘটনা।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মজিবরের এক হাত-পা চলে গেল বাঘের পেটে

পোস্ট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাঘের মুখ থেকে কেড়ে আনা হয়েছে মজিবরের মৃতদেহ। পশ্চিম সুন্দরবনের বৈকারি থেকে উদ্ধার হয় তাঁর মরদেহ। এক হাত আর একটি পা এরই মধ্যে চলে গেছে বাঘের পেটে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে আনুষ্ঠানিকতা সেড়ে স্বজনদের কাছে হস্থান্তর করা হবে মজিবরের মরদেহ।

এর আগে ভোরবেলা টাইগার গনির নেতৃত্বে বনে নামেে একটি টিম। পায়রাটুনি খালের যেখান থেকে মজিবরকে ধরেছে বাঘ সেই জায়গা থেকে শুরু হয় খোঁজাখুঁজি। পায়ের ছাপ ধরে শিকারীকে খুঁজে বের করেন তারা।

গতকাল সুন্দরবনের পায়রাটুনি খালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মজিবর। দুপুরের পর পর ঘটেছে দুর্ঘটনা।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: