বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৮০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৪.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৪.০৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এএমসিএলের (প্রাণ) ৩.৮৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.৮৩ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩.৬০ শতাংশ, জেমিনী সী ফুডের ৩.৫৭ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৪২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩.৩৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, আমান কটনের ৩.০৬ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৩ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৭ ডিসেম্বর, ২০২১/পিএস