ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাসান মাসুদ ফিরলেন, তবে!

  • পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • 51

বিনোদন ডেস্ক : চার বছর ধরে লাইট ক্যামেরা থেকে দূরে থাকা ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ফিরেছেন নিজের প্রিয় আঙিনায়। তবে কোনো নাটকের শুটিঙের জন্য নয়। ক্যামেরার সামনে দাঁড়ালেন সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য।

আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসবে গরু-ছাগলের হাট। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনেন, সে জন্য বিজ্ঞাপনের মাধ্যমে সতর্ক করবেন হাসান মাসুদ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে।

এ প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, গত শনিবার দিনভর বিজ্ঞাপনের শুটিং করেছি পুবাইলে। সরকারি একটি কাজ বলেই বিজ্ঞাপনটি করছি। তা ছাড়া কাজটি জনসচেতনতামূলক। এটি করে একধরনের তৃপ্তি পেয়েছি বলতে পারেন। বিজ্ঞাপ‌নে ফির‌লেন, আগামী দিনে নাট‌কেও কি দেখা যা‌বে? হাসান মাসুদ জানান, কা‌জের প্রস্তাব পে‌লে ‘না’ কর‌বেন না

অভিন‌য়ে বির‌তি প্রসঙ্গে তিনি বলেন, বয়স এখন ৫৮ চলছে। কেউ এখন কেন্দ্রীয় চ‌রিত্র দে‌বেন না। আর আমি গুরুত্বহীন চ‌রিত্র কর‌তে চাই না। এসব কার‌ণে দীর্ঘদিন কাজ করা হয়‌নি। যখন দেখলাম ম‌নের ম‌তো চ‌রিত্র পা‌চ্ছি না, ম‌নে হলো অভিনয়টা বন্ধ রা‌খি। আমার স্ত্রীর একট‌া স্কুল আছে। আমি স্কু‌লটির সভাপ‌তি। বল‌তে পা‌রেন এটা‌কে ঘি‌রেই সময় কাট‌ছে।

এদিকে গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কলকাতার একটি সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন হাসান মাসুদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘ক্যানভাসার’ অবলম্বনে সেটি নির্মিত হবে। সিনেমার নাম রাখা হয়েছে ‘ফেরিওয়ালা’। পরিচালনা করবেন দেবরাজ দে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হাসান মাসুদ।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাসান মাসুদ ফিরলেন, তবে!

পোস্ট হয়েছে : ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : চার বছর ধরে লাইট ক্যামেরা থেকে দূরে থাকা ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ফিরেছেন নিজের প্রিয় আঙিনায়। তবে কোনো নাটকের শুটিঙের জন্য নয়। ক্যামেরার সামনে দাঁড়ালেন সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য।

আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসবে গরু-ছাগলের হাট। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনেন, সে জন্য বিজ্ঞাপনের মাধ্যমে সতর্ক করবেন হাসান মাসুদ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে।

এ প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, গত শনিবার দিনভর বিজ্ঞাপনের শুটিং করেছি পুবাইলে। সরকারি একটি কাজ বলেই বিজ্ঞাপনটি করছি। তা ছাড়া কাজটি জনসচেতনতামূলক। এটি করে একধরনের তৃপ্তি পেয়েছি বলতে পারেন। বিজ্ঞাপ‌নে ফির‌লেন, আগামী দিনে নাট‌কেও কি দেখা যা‌বে? হাসান মাসুদ জানান, কা‌জের প্রস্তাব পে‌লে ‘না’ কর‌বেন না

অভিন‌য়ে বির‌তি প্রসঙ্গে তিনি বলেন, বয়স এখন ৫৮ চলছে। কেউ এখন কেন্দ্রীয় চ‌রিত্র দে‌বেন না। আর আমি গুরুত্বহীন চ‌রিত্র কর‌তে চাই না। এসব কার‌ণে দীর্ঘদিন কাজ করা হয়‌নি। যখন দেখলাম ম‌নের ম‌তো চ‌রিত্র পা‌চ্ছি না, ম‌নে হলো অভিনয়টা বন্ধ রা‌খি। আমার স্ত্রীর একট‌া স্কুল আছে। আমি স্কু‌লটির সভাপ‌তি। বল‌তে পা‌রেন এটা‌কে ঘি‌রেই সময় কাট‌ছে।

এদিকে গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কলকাতার একটি সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন হাসান মাসুদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘ক্যানভাসার’ অবলম্বনে সেটি নির্মিত হবে। সিনেমার নাম রাখা হয়েছে ‘ফেরিওয়ালা’। পরিচালনা করবেন দেবরাজ দে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হাসান মাসুদ।

বিজনেস আওয়ার/১৩ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: