বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৯৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৩.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৬.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬.৮০ টাকা বা ৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিলবাংলা সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.২১ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৪.০৫ শতাংশ, ইমাম বাটনের ৪.০৪ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৩.৮৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৬৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৩.২২ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৩.২০ শতাংশ এবং বিআইএফসির শেয়ার দর ৩.১২ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৯ ডিসেম্বর, ২০২১/পিএস