ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘অনলাইনে শিক্ষাটা চালু রাখতে হবে’

  • পোস্ট হয়েছে : ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • 23

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা কখনও বাড়ছে কখনও কমছে। শীতে করোনার প্রাদুর্ভাব বাড়লেও অনলাইনে শিক্ষাটা চালু রাখাতে হবে। এখন বিদ‌্যুতের সমস‌্যা নাই। শিক্ষাটা যাতে অনলাইনে শিক্ষার্থীরা চালাতে পারে সেই ব‌্যবস্থা আমরা করবো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালি যাতে সুন্দর ও উন্নত জীবন পায়। এদেশের মানুষ শিক্ষা-দীক্ষায় নিজেকে আত্মমর্যাদায় উন্নীত করবেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংস করে ফেলেছিলো পাকিস্তানিরা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশও নষ্ট করে ফেলেছিলো। খুব অল্প সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করে শিক্ষা কার্যক্রম শুরু করেন বঙ্গবন্ধু। বিনামূল‌্যে পাঠ‌্য বিতরণ, এমনকি কাপড় তিনি বিনামূল‌্যে বিতরণ শুরু করেন এবং শিক্ষা উপকরণ দেন।

নতুন বই হাতে পাওয়ার পর ছোট্ট শিশুদের আনন্দ পাওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ছোট্ট সোনামনিরা যখন হাতে বই পায়, এই বই পাওয়ার আনন্দ কিন্তু আলাদা। দুর্ভাগ‌্য যে ৭৫ এর পর নতুন বই দেয়াই হতো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর ছেলে-মেয়েদের হাতে নতুন বই তাদের হাতে তুলে দেবো সম্পূর্ণ বিনাপয়সায়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘অনলাইনে শিক্ষাটা চালু রাখতে হবে’

পোস্ট হয়েছে : ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা কখনও বাড়ছে কখনও কমছে। শীতে করোনার প্রাদুর্ভাব বাড়লেও অনলাইনে শিক্ষাটা চালু রাখাতে হবে। এখন বিদ‌্যুতের সমস‌্যা নাই। শিক্ষাটা যাতে অনলাইনে শিক্ষার্থীরা চালাতে পারে সেই ব‌্যবস্থা আমরা করবো।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালি যাতে সুন্দর ও উন্নত জীবন পায়। এদেশের মানুষ শিক্ষা-দীক্ষায় নিজেকে আত্মমর্যাদায় উন্নীত করবেন। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংস করে ফেলেছিলো পাকিস্তানিরা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশও নষ্ট করে ফেলেছিলো। খুব অল্প সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করে শিক্ষা কার্যক্রম শুরু করেন বঙ্গবন্ধু। বিনামূল‌্যে পাঠ‌্য বিতরণ, এমনকি কাপড় তিনি বিনামূল‌্যে বিতরণ শুরু করেন এবং শিক্ষা উপকরণ দেন।

নতুন বই হাতে পাওয়ার পর ছোট্ট শিশুদের আনন্দ পাওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ছোট্ট সোনামনিরা যখন হাতে বই পায়, এই বই পাওয়ার আনন্দ কিন্তু আলাদা। দুর্ভাগ‌্য যে ৭৫ এর পর নতুন বই দেয়াই হতো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর ছেলে-মেয়েদের হাতে নতুন বই তাদের হাতে তুলে দেবো সম্পূর্ণ বিনাপয়সায়।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/৩০ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: