বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দেশটির ফায়ার সার্ভিসের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার জরুরি সেবা দপ্তর এএফপিকে জানায়, প্রথমে ছাদে আগুন দেখা গেলেও পরে তা ভবনে ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় বিল্ডিংটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট হাউসটি মূল ও পুরাতন ভবনসহ ৩টি সেকশনে বিভক্ত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত বলে জানায় এএফপি। নতুন অংশটি ১৯২০ ও ১৯৮০’র দশকে নির্মাণ এবং সংস্কার করা হয়।
বিজনেস আওয়ার/০২ জানুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: