স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে গোল হজম করে সাউদাম্পটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর পয়েন্ট হারিয়ে লিগের শীর্ষ তিনে জায়গা করে নিতে ব্যর্থ হলো রে ডেভিলরা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৯৬ মিনিটে গোল হজম করে সাউদাম্পটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানইউ।
ম্যাচের ১২তম মিনিটেই স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ১-০’তে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে রেড ডেভিলরা সময় নেয় মাত্র ৪ মিনিট। অ্যান্থোনি মার্শিয়ালের বাড়ানো বল জালে জড়ান চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। তাতেই ১-১ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
এর ঠিক মিনিট তিনেক পরেই দুকে এগিয়ে নেন প্রথম গোলের যোগান দাতা অ্যান্থোনি মার্শিয়াল। ম্যাচের ২০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড তিন মিনিটের ব্যবধানে এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে।
শেষ পর্যন্ত ইউনাইটেড ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতি থেকে ফিরে দুই দল একের পর এক আক্রমন চালায়। কিন্তু নির্ধারিত সময়ে গোল করতে ব্যররথ হন দুই দলই।ম্যাচ গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে, তখনও ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে রেড ডেভিলরা। আর কয়েক মিনিট এই লিড ধরে রাখতে পারলেই নিশ্চিত লিগের তিন নম্বর স্থান।
ম্যাচের ঠিক ৯৬ মিনিটে ইউনাইটেডের জালে বল জড়ান বদলি ফরোয়ার্ড মাইকেল ওবাফেমি। আর তাতেই ধূলিসাৎ রেড ডেভিলদের সেরা তিনে জায়গা করে নেওয়ার স্বপ্ন। গোলের পর পরই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেন। আর সাউদাম্পটন ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এ