বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে প্রবাসীরা দেশে ১৬২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে। এর আগে টানা ছয় মাস রেমিট্যান্সের ধারাবাহিকতা কমেছে।
আগের বছর একই মাসে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ডলার। অর্থাৎ আগের বছর একই সময় থেকে রেমিট্যান্স ৪৩ কোটি ডলার কমেছে।
বিদায়ী মাসে রেমিট্যান্সের ১৬২ কোটি ৯০ লাখ ডলার এলেও এর আগের মাস নভেম্বরে এসেছে ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার, অক্টোবরে এসেছে ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার, সেপ্টেম্বরে এসেছে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার, আগস্টে এসেছে ১৮১ কোটি ডলার, জুলাই মাসে এসেছে ১৮৭ কোটি ডলার এবং জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ডলার। অর্থাৎ টানা ছয় মাস রেমিট্যান্সের ধারা কমার পর অবশেষে ডিসেম্বর মাসে বেড়েছে।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: