বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করার পর বাংলাদেশ দ্বিতীয় দিনশেষে ২ উইকেটে ১৭৫ রান তুলে। সোমবার তৃতীয় দিনেও দাপট দেখাচ্ছেন টাইগার ব্যাটাররা।
নিউজিল্যান্ডের থেকে ১৫৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় শুরুতেই ব্যর্থ হলেও মুমিনুল নৈপুণ্য দেখাচ্ছেন। ৮ রান নিয়ে ব্যাটিং শুরু করা অধিনায়ক মুমিনুল অপরাজিত আছেন ১৭০ বল খেলে ৬৭ রান।
ওয়েগনারের অফস্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়েছিলেন জয়। শরীর বলের পজিশনে গেলেও অনিয়ন্ত্রিত শটে গালিতে ক্যাচ যায় অতিসহজেই। নিকোলস সেই ক্যাচ নিয়ে ওয়াগনারকে তৃতীয় উইকেটের স্বাদ দেন।
এর পর প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল ও মুশফিক। মুশফিক ১২ রান করে আউট হলে ভাঙে ১৯ রানের পার্টনারশিপ। এই রান তুলতে দুজন বল খেলেন ১১০টি।
রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করছিলেন বোল্ট। স্টাম্পের ওপর ফুলার লেন্থ বলের সঙ্গে হালকা সুইং। এবং বল মিস করে বোল্ড হলেন মুশফিক। আউট হওয়ার আগে মুশফিকের সংগ্রহ ৫৩ বলে ১২ রান।
পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে বাকি সেশন কাটিয়ে দেন তিনি। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৪ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ৩৩০ রান। এখন কিউদের থেকে লিডে আছে বাংলাদেশ।
বিজনেস আওয়ার/০৩ জানুয়ারি, ২০২২/কমা