ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিজ্ঞতা অর্জনে কমোডিটি এক্সচেঞ্জ পরিদর্শনে ভারত যাচ্ছে সিএসই

  • পোস্ট হয়েছে : ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক : কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতে সফরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে করোনাভাইরাস সংক্রামণ পরিস্থিতির ওপর।

ভারত সফরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয় ও বাণিজ‌্য মন্ত্রণালয়কে সিএসইর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য সিএসইর পাঁচজন, বিএসইসির চারজন, বাণিজ্যমন্ত্রণালয় থেকে দুইজন যাওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সিএসই থেকে চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, শেয়ারহোল্ডার পরিচালক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক, সহকারী মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান এবং উপ-ম্যানেজার ও সিএসই’র প্রোডাক্ট ডেভেলপমেন্ট কমিটির সচিব মো. ফয়সাল হুদা যাবেন।

বিএসইসি থেকে কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, পরিচালক মো. মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি যাবেন।

ইতোমধ্যে বাণিজ‌্য মন্ত্রণালয় থেকে দুজন প্রতিনিধিকে সফরে অংশগ্রহণের জন্য মনোনয়ন দিয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে এখনও সফরে অংশগ্রহণকারীদের তালিকা পাঠানো হয়নি। আর ভারত সফরে নেতৃত্ব দেবেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

তথ্য মতে, সিএসইর পক্ষ থেকে পাট, তুলা, স্বর্ণ, আলু, পেঁয়াজ, চা ইত্যাদি পণ্যের মধ্য থেকে এক বা একাধিক পণ্য কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করা যায় কি না সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একটি কেন্দ্রীভূত বাজারের সঙ্গে পণ্য ব্যবসা ও ভোক্তাদের সেবা প্রদানের লক্ষ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংগঠিত ও স্বচ্ছ বাজার সিন্ডিকেট ও দামের কারসাজি কমাতে এ ধরনের এক্সচেঞ্জ মুখ্য ভূমিকা পালন করবে।

বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

অভিজ্ঞতা অর্জনে কমোডিটি এক্সচেঞ্জ পরিদর্শনে ভারত যাচ্ছে সিএসই

পোস্ট হয়েছে : ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে এ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভারতে সফরের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে করোনাভাইরাস সংক্রামণ পরিস্থিতির ওপর।

ভারত সফরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয় ও বাণিজ‌্য মন্ত্রণালয়কে সিএসইর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য সিএসইর পাঁচজন, বিএসইসির চারজন, বাণিজ্যমন্ত্রণালয় থেকে দুইজন যাওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সিএসই থেকে চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, শেয়ারহোল্ডার পরিচালক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক, সহকারী মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান এবং উপ-ম্যানেজার ও সিএসই’র প্রোডাক্ট ডেভেলপমেন্ট কমিটির সচিব মো. ফয়সাল হুদা যাবেন।

বিএসইসি থেকে কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, পরিচালক মো. মনসুর রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. মেহেদী হাসান রনি যাবেন।

ইতোমধ্যে বাণিজ‌্য মন্ত্রণালয় থেকে দুজন প্রতিনিধিকে সফরে অংশগ্রহণের জন্য মনোনয়ন দিয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে এখনও সফরে অংশগ্রহণকারীদের তালিকা পাঠানো হয়নি। আর ভারত সফরে নেতৃত্ব দেবেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

তথ্য মতে, সিএসইর পক্ষ থেকে পাট, তুলা, স্বর্ণ, আলু, পেঁয়াজ, চা ইত্যাদি পণ্যের মধ্য থেকে এক বা একাধিক পণ্য কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনাবেচা করা যায় কি না সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। একটি কেন্দ্রীভূত বাজারের সঙ্গে পণ্য ব্যবসা ও ভোক্তাদের সেবা প্রদানের লক্ষ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংগঠিত ও স্বচ্ছ বাজার সিন্ডিকেট ও দামের কারসাজি কমাতে এ ধরনের এক্সচেঞ্জ মুখ্য ভূমিকা পালন করবে।

বিজনেস আওয়ার/০৬ জানুয়ারি, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: