ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘সেলাই জীবন’

  • পোস্ট হয়েছে : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • 46

বিনোদন ডেস্ক : ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ নামক একটি ছোট গল্প অবলম্বনে ২০১৮ সালে নির্মিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্রটি দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৬টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।

এ প্রসঙ্গে নির্মাতা সোহেল বলেন, গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণ করছেন ফরহাদ হোসেন। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘সেলাই জীবন’

পোস্ট হয়েছে : ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

বিনোদন ডেস্ক : ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ নামক একটি ছোট গল্প অবলম্বনে ২০১৮ সালে নির্মিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’। সোহেল রানা বয়াতি পরিচালিত চলচ্চিত্রটি দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৬টায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পারভেজ চৌধুরী।

এ প্রসঙ্গে নির্মাতা সোহেল বলেন, গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যাদের ঘামে-শ্রমে এই আয় হয়, তাদের জীবন স্বাভাবিকভাবে চলে কি? করোনাকালীন সময়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন ধর্ষিত হচ্ছে কর্মজীবী নারীরা। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে অস্বাভাবিক পরিবেশে। মানবিক এই গল্পটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন অনিক কান্তি সরকার, চিত্রগ্রহণ করছেন ফরহাদ হোসেন। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন-শিমুল খান, জয়িতা মাহলানবীশ, সাজু আহমেদ, নীলা, পাপিয়া, সাদিয়া প্রমুখ।

বিজনেস আওয়ার/১৪ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: