আন্তর্জাতিক ডেস্ক : মানবদেহে প্রাণঘাতী করোনা ভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে কানাডা। স্থানীয় সময় সোমবার কানাডার কিউবেক শহরে প্রথমবারের মতো মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। দেশটির কিউবেক-ভিত্তিক করোনার এই ভ্যাকসিন নিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আশার আলো দেখছে।
বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিক্যাগোর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুস ক্লার্ক জানান, আমরা প্রথম দফায় ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছি। এটা হয়তো একেবারেই নির্ভুল নাও হতে পারে। ভ্যাকসিন উন্নয়নে কাজ চলছে। চূড়ান্ত ভ্যাকসিন হাতে পেতে হয়তো কয়েক বছর সময় লাগবে। হয়তো এতে ১৮ মাসের সময় লাগতে পারে।
মেডিক্যাগোর এই ভ্যাকসিন প্রথম দফায় ১৮০ জন সুস্থ নারী-পুরুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছর। প্রথম দফার পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে আরও দুই দফায় এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে। মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ সফলভাবে শেষ হলে ২০২১ সালের শেষ দিকে ১ কোটি ডোজ তৈরির পরিকল্পনা রয়েছে মেডিক্যাগোর।
বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২০/এ