বিজনেস আওয়ার প্রতিবেদক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি ও টিয়ার শেল-গ্যাস নিক্ষেপের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সুজা)।
মঙ্গবার (১৮ জানুয়ারি) স্টেট ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির দফতর সম্পাদক সামিয়া বিন্দু স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই নিন্দা জানানো হয়।
মঙ্গবার (১৮জানুয়ারি) সকাল ১০টায় যৌথ বিবৃতিতে স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) সভাপতি আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার বলেন, শাবিপ্রবিতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে হামলার ঘটনা ঘটিয়েছে তা বর্বরোচিত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন পাশবিকতা মেনে নেওয়া যায় না। আমরা সকলে শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে আছি, তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। শীঘ্রই হামলার ঘটনায় ভিসিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জানা যায়, গতকাল পৌনে ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভের মুখে উপাচার্য আইআইসিটি ভবনে অবস্থান করেন। পরে সন্ধ্যা ৬টায় অবস্থানরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তারাও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এতে কোষাধ্যক্ষসহ আন্দোলনরত অনেক শিক্ষার্থী আহত হন।
বিজনেস আওয়ার/১৮ জানুয়ারি, ২০২২/এএইচ