ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন প্রকল্পের এককালীন অর্থ চান ডিসিরা

  • পোস্ট হয়েছে : ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারের কাছে এককালীন অর্থ বরাদ্দ চেয়েছিলেন জেলা প্রশাসকেরা (ডিসি)। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

এনামুর বলেন, জেলা প্রশাসকেরা প্রস্তাব করেছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এককালীন অর্থ বরাদ্দ দিতে পারি কিনা। আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, দুই বা তিন কিস্তিতে দিলে কাজের গতি ঠিক থাকে। কাজের মনিটরিং ভালো হয়, কাজের ফলাফলও ভালো হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সুপারিশে কয়েকটি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে দারিদ্র্যের হার ২০ শতাংশের নিচে সেই উপজেলাগুলো আমরা তালিকা থেকে বাদ দিয়েছি। ডিসিরা সেগুলো তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেন। আমরা বলেছি, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যে উপজেলাগুলো উন্নত হবে সেগুলো থেকে আমরা ক্রমান্বয়ে ইজিপিপি প্রকল্প বাদ দেব। পিছিয়ে পড়া উপজেলায় আমরা বেশি করে বিনিয়োগ করব।

বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উন্নয়ন প্রকল্পের এককালীন অর্থ চান ডিসিরা

পোস্ট হয়েছে : ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারের কাছে এককালীন অর্থ বরাদ্দ চেয়েছিলেন জেলা প্রশাসকেরা (ডিসি)। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

এনামুর বলেন, জেলা প্রশাসকেরা প্রস্তাব করেছিলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা এককালীন অর্থ বরাদ্দ দিতে পারি কিনা। আমরা সেখানে দ্বিমত পোষণ করেছি। আমরা বলেছি, দুই বা তিন কিস্তিতে দিলে কাজের গতি ঠিক থাকে। কাজের মনিটরিং ভালো হয়, কাজের ফলাফলও ভালো হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সুপারিশে কয়েকটি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা ইজিপিপি প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেখানে দারিদ্র্যের হার ২০ শতাংশের নিচে সেই উপজেলাগুলো আমরা তালিকা থেকে বাদ দিয়েছি। ডিসিরা সেগুলো তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেন। আমরা বলেছি, দেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যে উপজেলাগুলো উন্নত হবে সেগুলো থেকে আমরা ক্রমান্বয়ে ইজিপিপি প্রকল্প বাদ দেব। পিছিয়ে পড়া উপজেলায় আমরা বেশি করে বিনিয়োগ করব।

বিজনেস আওয়ার/১৯ জানুয়ারি, ২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: