ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে বাধা নেই

  • পোস্ট হয়েছে : ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • 43

স্পোর্টস ডেস্ক : সেই মধ্য মার্চ থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ রয়েছে। কিছু দেশ ধীরে ধীরে অনুশীলনে ফিরলেও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। পরিস্থিতি এতই খারাপ যে বিসিবির প্রধান অফিসটিও সংক্রমণের রেড জোনের মধ্যে পড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়।

এই পরিস্থিতির মাঝেই মুশফিকুর রহিমসহ বেশ কিছু ক্রিকেটার বিসিবির কাছে আবেদন করেছিলেন। যাতে বোর্ডের সুযোগ-সুবিধার আওতায় অনুশীলন করতে পারেন। কিন্তু পুরো বিসিবি নিজেদের অঙ্গন জীবানু মুক্ত না করে সেই প্রস্তাবে সাড়া দিতে চায়নি।

অবশেষে বিসিবি সেই কাজটি শেষ করেছে। এর ফলে মিরপুরে ব্যাক্তিগত অনুশীলনে বোর্ডের সুযোগ-সুবিধা ব্যবহার করতে আর কোনও বাধা রইলো না ক্রিকেটারদের। তারা আগামী সপ্তাহ থেকেই সেটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে হবে বলে জানিয়েছে বিসিবি।

এদিকে বিসিবি অনুশীলনের জন্যই ৩৫ জন ক্রিকেটারের সঙ্গে সভা করেছে সম্প্রতি। সেখানেই তাদের বলা হয় তারা চাইলে শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। সেই সময় মাত্র দুই ক্রিকেটারই ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছেন!

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা ক্রিকেটারদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাদের বলেছি, তারা চাইলে আমাদের ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারে। ঈদের আগে চাইলেও তারা ব্যবহার করতে পারবে। এমন সুযোগ মিললেও বেশিরভাগ ক্রিকেটারই আগ্রহ দেখাচ্ছেন না।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে বাধা নেই

পোস্ট হয়েছে : ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : সেই মধ্য মার্চ থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ রয়েছে। কিছু দেশ ধীরে ধীরে অনুশীলনে ফিরলেও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। পরিস্থিতি এতই খারাপ যে বিসিবির প্রধান অফিসটিও সংক্রমণের রেড জোনের মধ্যে পড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়।

এই পরিস্থিতির মাঝেই মুশফিকুর রহিমসহ বেশ কিছু ক্রিকেটার বিসিবির কাছে আবেদন করেছিলেন। যাতে বোর্ডের সুযোগ-সুবিধার আওতায় অনুশীলন করতে পারেন। কিন্তু পুরো বিসিবি নিজেদের অঙ্গন জীবানু মুক্ত না করে সেই প্রস্তাবে সাড়া দিতে চায়নি।

অবশেষে বিসিবি সেই কাজটি শেষ করেছে। এর ফলে মিরপুরে ব্যাক্তিগত অনুশীলনে বোর্ডের সুযোগ-সুবিধা ব্যবহার করতে আর কোনও বাধা রইলো না ক্রিকেটারদের। তারা আগামী সপ্তাহ থেকেই সেটি করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে হবে বলে জানিয়েছে বিসিবি।

এদিকে বিসিবি অনুশীলনের জন্যই ৩৫ জন ক্রিকেটারের সঙ্গে সভা করেছে সম্প্রতি। সেখানেই তাদের বলা হয় তারা চাইলে শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। সেই সময় মাত্র দুই ক্রিকেটারই ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছেন!

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা ক্রিকেটারদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাদের বলেছি, তারা চাইলে আমাদের ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারে। ঈদের আগে চাইলেও তারা ব্যবহার করতে পারবে। এমন সুযোগ মিললেও বেশিরভাগ ক্রিকেটারই আগ্রহ দেখাচ্ছেন না।

বিজনেস আওয়ার/১৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: