বিজনেস আওয়ার প্রতিবেদক : আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে ক্যামেরুনে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু দর্শক। দেশটির মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়।
স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। কিন্তু কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।
খেলা দেখতে যাওয়া বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তেমন একটা জানা যায়নি। স্টেডিয়ামের প্রবেশপথে ওই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ছিল বহু জুতা ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য। আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন বলে জানা গেছে।
বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি, ২০২২/কমা