বিজনেস আওয়ার প্রতিবেদক: গ্যাসের দাম বাড়ছেই। সরকারের এমন অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী। তার যুক্তি কয়েক মাস ধরে চড়া আন্তর্জাতিক বাজার। ফলে আমদানিতে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।
কয়েক মাস ধরেই উত্তপ্ত জ্বালানির বিশ্ববাজার। যার সঙ্গে তাল মেলাতে ২৩ শতাংশের ওপরে বাড়ানো হয় ডিজেলের দাম। অর্থনীতিতে এর বহুমুখী প্রভাবের রেশ না কাটতেই আলোচনায় গ্যাসের দাম বৃদ্ধি। এবারও অজুহাত আন্তর্জাতিক বাজার। যদিও সরকারের হিসাব মেলানো যাচ্ছে না বাস্তবতার সঙ্গে।
পেট্রোবাংলার তথ্যে, ১৯ জানুয়ারি সরবরাহ করা ২৭৬ কোটি ঘনফুটের মধ্যে সব মিলিয়ে ৮৫ শতাংশই ছিল দেশীয় উৎসের। যা আন্তর্জাতিক তেল কোম্পানি এবং নিজস্ব প্রতিষ্ঠান থেকে কেনা হয় দীর্ঘমেয়াদি চুক্তিতে। ফলে অন্তত ১০ বছর দাম বৃদ্ধির সম্ভাবনা নেই সেই গ্যাসের। বাকি ১৫ শতাংশের মধ্যেও সিংহভাগ আসছে কম দামের চুক্তিতে।
কেবল স্পট মার্কেট থেকে মোট জোগানের ৫ থেকে ৭ শতাংশ কিনতে হচ্ছে চড়া দামে। অথচ সেই অজুহাতে সবধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে দ্বিগুণ পর্যন্ত। যা কয়েকটি বিতরণ কোম্পানি বিইআরসিতে পাঠালে তা আমলে নেয়নি কমিশন।
বিজনেস আওয়ার/২৫ জানুয়ারি/২০২২