ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাধারে পাঁচতারকা হোটেল বরাদ্দ

  • পোস্ট হয়েছে : ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • 163

বিজনেস আওয়ার প্রতিবেদক: খিলক্ষেত ও নিকুঞ্জসহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশিত হওয়া কুড়িল উড়ালসড়ক এলাকায় জলাধারে পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্সের জন্য বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ রেলওয়।

বৃহস্পতিবার জলাধার উদ্ধার অভিযানে খিলক্ষেত এলাকায় গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম কাজ বন্ধ করার নির্দেশ দেন।

ওই সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে ফোনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন- প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা জলাধারে পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্সের জন্য বরাদ্দ দিচ্ছেন। বিষয়টি খুবই দুঃখজনক। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো ধরনের জলাধার ভরাট করা যাবে না। সেখানে কীভাবে বরাদ্দ দিলেন? আপনি কি জানেন না এটা জলাধার? খবর নেন, দ্রুত এই বরাদ্দ বাতিল করেন।

রেলের মহাপরিচালককে মেয়র আরও বলেন, আপনি তাদের (বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান) বলে দেন এখানে আমি করতে দেব না। আমি এটা ভেঙে দিচ্ছি। পরে তিনি বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের অনুমোদনহীন বিশালাকার একটি সাইনবোর্ড ভাঙার নির্দেশ দেন।

কুড়িল উড়ালসড়ক-সংলগ্ন এলাকায় বিশালাকার একটি জলাধার রয়েছে। জলাধারের একপাশে রেললাইন ও কুড়িল উড়ালসড়কের খিলক্ষেত-প্রগতি সরণি অংশ, অন্যপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। এই জলাধারে খিলক্ষেত ও নিকুঞ্জসহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশিত হয়। জায়গাটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের। গত ডিসেম্বরে নিজেদের অব্যবহৃত ১ দশমিক ৮৪ একর রেলভূমি মিলেনিয়াম হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। মিলেনিয়াম সেখানে একটি পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য জলাশয়টি ভরাটের কাজ করছে।

বালু ও মাটি দিয়ে জলাধার ভরাট করা হচ্ছে। একটি অস্থায়ী কার্যালয় করেছে মিলেনিয়াম কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের অনুমোদনহীন প্রকল্পের সাইনবোর্ড ভেঙে ফেলার নির্দেশ দেন মেয়র।

বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রধানমন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জলাধারে পাঁচতারকা হোটেল বরাদ্দ

পোস্ট হয়েছে : ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: খিলক্ষেত ও নিকুঞ্জসহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশিত হওয়া কুড়িল উড়ালসড়ক এলাকায় জলাধারে পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্সের জন্য বরাদ্দ দিচ্ছে বাংলাদেশ রেলওয়।

বৃহস্পতিবার জলাধার উদ্ধার অভিযানে খিলক্ষেত এলাকায় গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম কাজ বন্ধ করার নির্দেশ দেন।

ওই সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে ফোনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন- প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা জলাধারে পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্সের জন্য বরাদ্দ দিচ্ছেন। বিষয়টি খুবই দুঃখজনক। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো ধরনের জলাধার ভরাট করা যাবে না। সেখানে কীভাবে বরাদ্দ দিলেন? আপনি কি জানেন না এটা জলাধার? খবর নেন, দ্রুত এই বরাদ্দ বাতিল করেন।

রেলের মহাপরিচালককে মেয়র আরও বলেন, আপনি তাদের (বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান) বলে দেন এখানে আমি করতে দেব না। আমি এটা ভেঙে দিচ্ছি। পরে তিনি বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের অনুমোদনহীন বিশালাকার একটি সাইনবোর্ড ভাঙার নির্দেশ দেন।

কুড়িল উড়ালসড়ক-সংলগ্ন এলাকায় বিশালাকার একটি জলাধার রয়েছে। জলাধারের একপাশে রেললাইন ও কুড়িল উড়ালসড়কের খিলক্ষেত-প্রগতি সরণি অংশ, অন্যপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। এই জলাধারে খিলক্ষেত ও নিকুঞ্জসহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশিত হয়। জায়গাটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের। গত ডিসেম্বরে নিজেদের অব্যবহৃত ১ দশমিক ৮৪ একর রেলভূমি মিলেনিয়াম হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে। মিলেনিয়াম সেখানে একটি পাঁচতারকা হোটেল ও শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য জলাশয়টি ভরাটের কাজ করছে।

বালু ও মাটি দিয়ে জলাধার ভরাট করা হচ্ছে। একটি অস্থায়ী কার্যালয় করেছে মিলেনিয়াম কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের অনুমোদনহীন প্রকল্পের সাইনবোর্ড ভেঙে ফেলার নির্দেশ দেন মেয়র।

বিজনেস আওয়ার/২৭ জানুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: