ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

  • পোস্ট হয়েছে : ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • 61

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মাঝারি এই শৈত্যপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ।

শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষি ক্ষেতের শ্রমিকরা এবং যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষ। এ ছাড়া কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে বোরো বীজতলা ও আলুক্ষেত নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. শামসুদ্দিন মিঞা জানান, শৈত্যপ্রবাহ ক্ষণস্থায়ী হওয়ায় আবাদের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, এখন পর্যন্ত জেলায় শীতার্তদের জন্য এক কোটি ৮ লাখ টাকার কম্বল ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত আরও ৩৫ হাজার ৭০০ কম্বল বিভিন্ন উপজেলায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ৬ হাজার সোয়েটার ও ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

পোস্ট হয়েছে : ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মাঝারি এই শৈত্যপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ।

শৈত্যপ্রবাহের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষি ক্ষেতের শ্রমিকরা এবং যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষ। এ ছাড়া কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে বোরো বীজতলা ও আলুক্ষেত নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. শামসুদ্দিন মিঞা জানান, শৈত্যপ্রবাহ ক্ষণস্থায়ী হওয়ায় আবাদের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, এখন পর্যন্ত জেলায় শীতার্তদের জন্য এক কোটি ৮ লাখ টাকার কম্বল ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত আরও ৩৫ হাজার ৭০০ কম্বল বিভিন্ন উপজেলায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ৬ হাজার সোয়েটার ও ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: