বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২১) সবচেয়ে বেশি হারে মুনাফা বেড়েছে শেয়ার ব্যবসায় জড়িয়ে পড়া আনোয়ার গ্যালভানাইজিংয়ের। যে গ্রুপের অনেকেই শেয়ারবাজারে সক্রিয় এবং গেম্বলিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে। একইসময়ে মুনাফায় সবচেয়ে পতন হয়েছে জাহিন স্পিনিংয়ের।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রবিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ৬২টি কোম্পানির আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
কোম্পানিগুলোর মধ্যে ৩৬টি কোম্পানির ব্যবসায় আগের অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে উন্নতি হয়েছে। আর ২৫টি কোম্পানির পতন হয়েছে এবং ১টির অবস্থান আগের মতোই রয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে ১৫টির ব্যবসায় লোকসান হয়েছে।
এরপরে ইপিএসে উত্থানে ২য় অবস্থানে রয়েছে বেক্সিমকো। এ কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৫২%। আর ৩য় অবস্থানে থাকা এনভয় টেক্সটাইলের ইপিএস বেড়েছে ২৭০%।
অপরদিকে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে জাহিন স্পিনিংয়ের। কোম্পানিটি লোকসানে পতিত হওয়ার কারনে ইপিএস কমেছে ২৩০০%। এরপরের অবস্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ব্যবসায় পতন হয়েছে ১০৬৩%। আর ৩য় অবস্থানে থাকা ন্যাশনাল টিউবসের ২৮৩% ইপিএস কমেছে।
ব্যবসায় এই পতনের কারন হিসেবে জাহিন স্পিনিং কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছেন, অগ্নিকান্ড, পূণ:নির্মাণ ও নতুন মেশিনারিজ স্থাপনের কারনে বিক্রি কমে গেছে। এছাড়া বিক্রিত পণ্যের ব্যয়ের হার বৃদ্ধি ও প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারনে লোকসান গুণতে হয়েছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস উত্থান-পতনের চিত্র তুলে ধরা হল-
কোম্পানির নাম | ইপিএস (জুলাই-ডিসে. ২১) | ইপিএস (জুলাই-ডিসে. ২০) | হ্রাস-বৃদ্ধির হার |
আনোয়ার গ্যালভানাইজিং | ৭.৬৩ | ১.৫৯ | ৩৮০% |
বেক্সিমকো | ৮.৬৭ | ১.৯২ | ৩৫২% |
এনভয় টেক্সটাইল | ১.৩৭ | ০.৩৭ | ২৭০% |
এএফসি অ্যাগ্রো | ০.৩৩ | ০.০৯ | ২৬৭% |
ম্যাকসন স্পিনিং | ১.৭৬ | ০.৫১ | ২৪৫% |
দেশ গার্মেন্টস | ০.৫৪ | (০.৪৬) | ২১৭% |
বঙ্গজ | ০.০৯ | ০.০৩ | ২০০% |
মতিন স্পিনিং | ৫.৫৪ | ২.১১ | ১৬৩% |
ইন্ট্র্যাকো রিফুয়েলিং | ০.৬৭ | ০.২৯ | ১৩১% |
আইসিবি | ১.৭৪ | ০.৭৭ | ১২৬% |
বীচ হ্যাচারি | ০.০২ | (০.১০) | ১২০% |
হামিদ ফেব্রিকস | ০.১৮ | (০.৯৭) | ১১৯% |
বিকন ফার্মা | ২.৫৯ | ১.২৬ | ১০৬% |
মালেক স্পিনিং | ১.৯২ | ১.০২ | ৮৮% |
কপারটেক ইন্ডাস্ট্রিজ | ০.৮২ | ০.৪৯ | ৬৭% |
ইস্টার্ন কেবলস | (১.৮১) | (৩.২৯) | ৪৫% |
ন্যাশনাল পলিমার | ১.২৭ | ০.৮৮ | ৪৪% |
বেক্সিমকো ফার্মা | ৭.১২ | ৪.৯৫ | ৪৪% |
একটিভ ফাইন | ০.২১ | ০.১৫ | ৪০% |
একমি ল্যাব | ৫.১৭ | ৩.৭৪ | ৩৮% |
কে অ্যান্ড কিউ | ০.২২ | ০.১৬ | ৩৮% |
জিপিএইচ ইস্পাত | ২.১৭ | ১.৫৯ | ৩৬% |
মেট্রো স্পিনিং | ০.৮৫ | ০.২০ | ৩৩% |
ইভিন্স টেক্সটাইল | (০.২০) | (০.৩০) | ৩৩% |
ইস্টার্ন হাউজিং | ২.৬৪ | ১.৯৮ | ৩৩% |
বার্জার পেইন্টস | ৪৩.১৮ | ৩৬.০৩ | ২০% |
অগ্নি সিস্টেমস | ০.৫৭ | ০.৪৮ | ১৯% |
রেনাটা | ২৫.৬২ | ২২.৩৯ | ১৪% |
লাভেলো | ০.৫৫ | ০.৫০ | ১০% |
পাওয়ার গ্রীড | ২.৭৫ | ২.৫১ | ১০% |
প্রাণ | ৪.৩৫ | ৪.০২ | ৮% |
রহিম টেক্সটাইল | ১.৪৬ | ১.৩৫ | ৮% |
পদ্মা অয়েল | ১১.৬৭ | ১১.২০ | ৪% |
এডিএন টেলিকম | ১.২৩ | ১.২০ | ৩% |
জুট স্পিনার্স | (২১.৬৭) | (২২.৩২) | ৩% |
রংপুর ফাউন্ড্রি | ২.১৯ | ২.১৭ | ১% |
শাইনপুকুর সিরামিকস | ০.১০ | ০.১০ | ০০% |
নাহি অ্যালুমিনিয়াম | ১.১২ | ১.১৩ | (১%) |
এমবি ফার্মা | ০.৩৪ | ০.৩৫ | (৩%) |
ড্রাগণ সোয়েটার | ০.৬৬ | ০.৬৮ | (৩%) |
সিলভা ফার্মা | ০.৫০ | ০.৫৪ | (৭%) |
শমরিতা হসপিটাল | ১.২৬ | ১.৩৫ | (৭%) |
এসোসিয়েটেড অক্সিজেন | ০.৯৪ | ১.০৫ | (১০%) |
রেনউইক যজ্ঞেশ্বর | (৯.৭৭) | (৮.৭০) | (১২%) |
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ | ০.৫৮ | ০.৭৩ | (২১%) |
বেঙ্গল উইন্ডোসর | ০.২৯ | ০.৩৭ | (২২%) |
আল-হাজ্ব টেক্সটাইল | ০.১২ | ০.১৮ | (৩৩%) |
নাভানা সিএনজি | ০.১১ | ০.১৭ | (৩৫%) |
এসকে ট্রিমস | ০.৪৯ | ০.৮৬ | (৪৩%) |
ইস্টার্ন লুব্রিকেন্টস | ২.৯৬ | ৫.৮০ | (৪৯%) |
এসআলম কোল্ড রোল্ড | ০.২১ | ০.৬৫ | (৬৮%) |
দুলামিয়া কটন | (০.৫৮) | (০.৩৩) | (৭৬%) |
আফতাব অটো | (০.২৯) | (০.১৬) | (৮১%) |
হাক্কানি পাল্প | (০.৮৬) | (০.৪৩) | (১০০%) |
সায়হাম কটন | (০.০২) | ০.৩৭ | (১০৫%) |
রহিমা ফুড | (০.০৩) | ০.০৮ | (১৩৮%) |
ডেল্টা স্পিনার্স | (০.০৫) | ০.০৭ | (১৭১%) |
আরগন ডেনিমস | (০.৪৮) | ০.৬৪ | (১৭৫%) |
গ্লোবাল হেভী কেমিক্যাল | (০.৪৮) | ০.৩৯ | (২২৩%) |
ন্যাশনাল টিউবস | (০.২৩) | (০.০৬) | (২৮৩%) |
ওয়াইম্যাক্স ইলেকট্রোড | (০.৭৭) | ০.০৮ | (১০৬৩%) |
জাহিন স্পিনিং | (০.৪৪) | ০.০২ | (২৩০০%) |
(যেসব কোম্পানির আগের বছরের থেকে লোকসান কমেছে, সেগুলোকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে)
বিজনেস আওয়ার/৩০ জানুয়ারি, ২০২২/আরএ