স্পোর্টস ডেস্ক : লিভারপুলের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই, অন্যদিকে অন্ততপক্ষে ইউরোপা লিগে খেলার জন্য লিভারপুলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের। অল রেডদের জন্য প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার হলেও জয়ের ধারাতেই থাকতে চেয়েছিলেন ইয়্যুর্গেন ক্লপ।
অন্যদিকে ইউরোপা লিগে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ছাড়া অন্য কিছুই ভাবছিল না আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে ইউরোপা লিগের জায়গার সম্ভবনা টিকিয়ে রাখল আর্সেনাল।
বুধবার (১৫ জুলাই) রাতে এমিরেটস স্টেডিয়ামে লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে আতিথ্য দেয় আর্সেনাল। ঘরের মাঠে ম্যাচের প্রথম দিকেই পিছিয়ে পড়ে গানাররা। ম্যাচের ২০ মিনিটে অ্যান্ড্রিউ রবার্টসনের অ্যাসিস্ট থেকে গোল করে অলরেডদের এগিয়ে নেন সাদিও মানে। এটি চলতি মৌসুমে মানের ১৮তম গোল।
ম্যাচের ৩২ মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের শিশুসুলভ ভুলে লিভারপুলের ডি বক্সে বল পেয়ে যান আলেক্সান্ডার লাকাজেথ। আর গোলরক্ষক অ্যালিসন বেকারকে একা পেয়ে গোল করতে একদমই ভুল করেননি এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। লাকাজেথের গোলে ১-১ গোলের সমতায় ফেরে আর্সেনাল।
ভ্যান ডাইককে আর্সেনাল ফরোয়ার্ড নেলসন তাড়া করলে বল ব্যাক পাস দিতে ভুল করে বসেন। ভ্যান ডাইকের ভুল ব্যাক পাসের সুযোগ নিয়ে বল লুফে নেয় লাকাজেথ আর অ্যালিসনকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে। আর আর্সেনালকে ফেরান সমতায়।
সমতায় ফেরার ঠিক মিনিট ১২ পরে অ্যালিসনের বাজে ক্লিয়ারেন্সের কারণে ডি বক্সের বাইরে বল পেয়ে যান নেলসন। আর সেখান থেকে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে নেন। আর প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে এমিরেটসে আর্সেনাল এগিয়ে ২-১ গোলের ব্যবধানে।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে অল রেডরা। ৫৪, ৭০, ৮৬ ও ৮৯ মিনিটে গোলের সুযোগ পেলেও গোল আদায় করতে পারেননি অল রেডরা। আর গোলের দেখা পাওয়া হয়নি আর্সেনালের। লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়ে পূর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আর্তেতার দল।
এই জয়ে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পথেই রয়েছে আর্সেনাল। লিগ টেবিলে ৩৬ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে গানারদের অবস্থান ৯’এ। নিজেদের বাকি দুই ম্যাচে জয় আর শেফিল্ড ইউনাইটেড তাদের বাকি তিন ম্যাচের দুটিতে হারলেই আর্সেনালের ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়ে যাবে।
বিজনেস আওয়ার/১৬ জুলাই, ২০২০/এ