ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্যারগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল

  • পোস্ট হয়েছে : ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • 27

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিজেদের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুন জয় পায় তিতের দল।

খেলায় চমৎকার তিনটি গোল করেন রাফিনিয়া, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি। শেষ গোলটি রদ্রিগোর।

পুরো ম্যাচে নিজেদেরে দখলে বল রেখেছে ব্রাজিল খেলোয়াড়রা। খেলার ১৬ মিনিটে দারুণ সুযোগ পান রাফিনিয়া। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি লিডস ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

রাফিনিয়াই ২৮তম মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে নেন ব্রাজিলকে। মাঝমাঠ থেকে মার্কিনিয়োসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি ডি-বক্সে ঢুকে পড়েন। সেখানে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস। একটু পর সিলভা আবারও প্যারাগুয়ের ত্রাতা। ডি-বক্সের সামনে থেকে কৌতিনিয়োর ফ্রি-কিকে চিয়াগো সিলভার হেড দারুণ দক্ষতায় ঠেকান ৩৭ বছর বয়সী গোলরক্ষক।

৬২তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান কৌতিনিয়ো। এই গোলের উৎসও মার্কিনিয়োস। পিএসজির এই ডিফেন্ডারের পাস ধরে একটু এগিয়ে প্রায় ৪০ গজ দূর থেকে জোরাল শটে ক্রসবার ঘেঁষে লক্ষ্যভেদ করেন কৌতিনিয়ো।

এরপর ৮৬ থেকে ৮৮, তিন মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে স্বাগতিকরা। এভেরতন রিবেইরোর পাস ধরে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে দিয়ে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের বদলি নামা আন্তোনি।

কাছ থেকে পরের গোলটি করেন খানিক আগেই বদলি নামা রদ্রিগো।

বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্যারগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল

পোস্ট হয়েছে : ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : নিজেদের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুন জয় পায় তিতের দল।

খেলায় চমৎকার তিনটি গোল করেন রাফিনিয়া, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি। শেষ গোলটি রদ্রিগোর।

পুরো ম্যাচে নিজেদেরে দখলে বল রেখেছে ব্রাজিল খেলোয়াড়রা। খেলার ১৬ মিনিটে দারুণ সুযোগ পান রাফিনিয়া। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি লিডস ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

রাফিনিয়াই ২৮তম মিনিটে চমৎকার এক গোলে এগিয়ে নেন ব্রাজিলকে। মাঝমাঠ থেকে মার্কিনিয়োসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি ডি-বক্সে ঢুকে পড়েন। সেখানে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস। একটু পর সিলভা আবারও প্যারাগুয়ের ত্রাতা। ডি-বক্সের সামনে থেকে কৌতিনিয়োর ফ্রি-কিকে চিয়াগো সিলভার হেড দারুণ দক্ষতায় ঠেকান ৩৭ বছর বয়সী গোলরক্ষক।

৬২তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান কৌতিনিয়ো। এই গোলের উৎসও মার্কিনিয়োস। পিএসজির এই ডিফেন্ডারের পাস ধরে একটু এগিয়ে প্রায় ৪০ গজ দূর থেকে জোরাল শটে ক্রসবার ঘেঁষে লক্ষ্যভেদ করেন কৌতিনিয়ো।

এরপর ৮৬ থেকে ৮৮, তিন মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে স্বাগতিকরা। এভেরতন রিবেইরোর পাস ধরে বাঁ পায়ের শটে দূরের পোষ্টে দিয়ে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ভিনিসিউসের বদলি নামা আন্তোনি।

কাছ থেকে পরের গোলটি করেন খানিক আগেই বদলি নামা রদ্রিগো।

বিজনেস আওয়ার/০২ ফেব্রুয়ারি, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: