বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৪৫.২৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস আরএকে সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৮ টাকা বা ৬.৪৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরএকে সিরামিক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৪ শতাংশ, বিআইএফসির ৪.৩৪ শতাংশ, প্রাইম লাইফের ৩.৯৯ শতাংশ, রিংশাইনের ৩.৬৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৩.৫২ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৩.৩০ শতাংশ, শাশা ডেনিমসের ৩.২৭ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৯ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ৩.১৯ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০৩ ফেব্রুয়ারি,২০২২/এএইচ