ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ১৮টি ট্রলারডুবি, ২৫ জেলে নিখোঁজ

  • পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • 39

বিজনেস আওয়ার প্রতিবেদক: বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে গেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের বরাত দিয়ে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ২৫ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্ট গার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/০৫ ফেব্রুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বঙ্গোপসাগরে ১৮টি ট্রলারডুবি, ২৫ জেলে নিখোঁজ

পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বঙ্গোপসাগরে দমকা হাওয়ার কবলে পড়ে মাছ ধরার ১৮টি ট্রলার ডুবে গেছে। এতে ২৫ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুলের বরাত দিয়ে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ২৫ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। ট্রলারডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।

এ বিষয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ফেয়ারওয়ে বয়া এলাকায় কোস্ট গার্ডের উদ্ধার টিম পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/০৫ ফেব্রুয়ারি,২০২২/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: