ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুস্টার ডোজ নেয়ার পর বিচিত্র উপসর্গ

  • পোস্ট হয়েছে : ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • 37

যারা তৃতীয় টিকাটি অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছেন তাদের মধ্যে কারো কারো দাবি, টিকা নেওয়ার পর তাদের শরীরে দেখা যাচ্ছে অদ্ভুত উপসর্গ। করোনা টিকা নেওয়ার পর জ্বর কিংবা গা ব্যথার মতো উপসর্গ দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

বিশেষজ্ঞদের মতে, টিকা যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে এটি তারই লক্ষণ। ওমিক্রন আসার পর বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিচ্ছেন করোনার তৃতীয় টিকা তথা বুস্টার টিকাটি নিয়ে নেওয়ার।

কিন্তু ইতিমধ্যেই যারা এই তৃতীয় টিকাটি নিয়েছেন তাদের মধ্যে অনেকের দাবি, টিকা নেওয়ার পর তাদের শরীরে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন এবং কিঞ্চিৎ অদ্ভুত একটি উপসর্গ।

গবেষণালব্ধ ফলাফল না মিললেও তৃতীয় টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের কারো কারো দাবি, বুস্টার টিকা নেওয়ার অব্যবহিত পর তারা জিভে সম্পূর্ণ নতুন ধরনের একটি স্বাদ অনুভব করেছেন। এই স্বাদ কিছুটা ধাতব প্রকৃতির।

এই ধরনের ঘটনা সর্বপ্রথম প্রকাশ্যে আসে আমেরিকায়। তৃতীয় টিকা নেওয়ার পর কয়েকজন ব্যক্তি দাবি করেন, টিকা নেওয়ার অব্যবহিত পরেই নাকি মুখে তাঁরা নিকেল এর স্বাদ অনুভব করেছেন। এমনকি এই স্বাদ কয়েক দিন পর্যন্ত তাঁদের মুখে ছিল।

তবে বিশেষজ্ঞদের দাবি, টিকা নেওয়ার পর মুখে এমন স্বাদ অনুভব করা বিরল হলেও অসম্ভব নয় এবং এই ঘটনা যে কেবল কোভিডের টিকার ক্ষেত্রেই ঘটছে, তাও নয়। অন্যান্য রোগের টিকার ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে।

তবে যেহেতু ধাতব স্বাদের জন্য নির্দিষ্ট কোন স্বাদ জিভে নেই, তাই কেন এমন ঘটনা ঘটে সে সম্পর্কে নিশ্চিত নন কেউই। তবে এখন পর্যন্ত এই সংক্রান্ত যেটুকু খবর পাওয়া গিয়েছে তার পুরোটাই ব্যক্তিগত অভিজ্ঞতা, তাছাড়া টিকা নেওয়ার কয়েক দিনের মধ্যে নিজে থেকেই গায়েব হয়ে যায় এই উপসর্গ।

তাই এখনই একে টিকার ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ বলে দাগিয়ে দেওয়া ঠিক হবে না বলেও মত বিশেষজ্ঞদের।

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২২

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুস্টার ডোজ নেয়ার পর বিচিত্র উপসর্গ

পোস্ট হয়েছে : ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

যারা তৃতীয় টিকাটি অর্থাৎ বুস্টার ডোজ নিয়েছেন তাদের মধ্যে কারো কারো দাবি, টিকা নেওয়ার পর তাদের শরীরে দেখা যাচ্ছে অদ্ভুত উপসর্গ। করোনা টিকা নেওয়ার পর জ্বর কিংবা গা ব্যথার মতো উপসর্গ দেখা দেওয়া অস্বাভাবিক নয়।

বিশেষজ্ঞদের মতে, টিকা যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে এটি তারই লক্ষণ। ওমিক্রন আসার পর বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিচ্ছেন করোনার তৃতীয় টিকা তথা বুস্টার টিকাটি নিয়ে নেওয়ার।

কিন্তু ইতিমধ্যেই যারা এই তৃতীয় টিকাটি নিয়েছেন তাদের মধ্যে অনেকের দাবি, টিকা নেওয়ার পর তাদের শরীরে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন এবং কিঞ্চিৎ অদ্ভুত একটি উপসর্গ।

গবেষণালব্ধ ফলাফল না মিললেও তৃতীয় টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের কারো কারো দাবি, বুস্টার টিকা নেওয়ার অব্যবহিত পর তারা জিভে সম্পূর্ণ নতুন ধরনের একটি স্বাদ অনুভব করেছেন। এই স্বাদ কিছুটা ধাতব প্রকৃতির।

এই ধরনের ঘটনা সর্বপ্রথম প্রকাশ্যে আসে আমেরিকায়। তৃতীয় টিকা নেওয়ার পর কয়েকজন ব্যক্তি দাবি করেন, টিকা নেওয়ার অব্যবহিত পরেই নাকি মুখে তাঁরা নিকেল এর স্বাদ অনুভব করেছেন। এমনকি এই স্বাদ কয়েক দিন পর্যন্ত তাঁদের মুখে ছিল।

তবে বিশেষজ্ঞদের দাবি, টিকা নেওয়ার পর মুখে এমন স্বাদ অনুভব করা বিরল হলেও অসম্ভব নয় এবং এই ঘটনা যে কেবল কোভিডের টিকার ক্ষেত্রেই ঘটছে, তাও নয়। অন্যান্য রোগের টিকার ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে।

তবে যেহেতু ধাতব স্বাদের জন্য নির্দিষ্ট কোন স্বাদ জিভে নেই, তাই কেন এমন ঘটনা ঘটে সে সম্পর্কে নিশ্চিত নন কেউই। তবে এখন পর্যন্ত এই সংক্রান্ত যেটুকু খবর পাওয়া গিয়েছে তার পুরোটাই ব্যক্তিগত অভিজ্ঞতা, তাছাড়া টিকা নেওয়ার কয়েক দিনের মধ্যে নিজে থেকেই গায়েব হয়ে যায় এই উপসর্গ।

তাই এখনই একে টিকার ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ বলে দাগিয়ে দেওয়া ঠিক হবে না বলেও মত বিশেষজ্ঞদের।

বিজনেস আওয়ার/০৭ ফেব্রুয়ারি, ২০২২

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: