বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগ সীমায় ব্যাংক ও লিজিং কোম্পানির কস্ট প্রাইসের (ক্রয় মূল্য) দীর্ঘদিনের সমস্যাটি কাটতে যাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে আইনে সংশোধনী আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরমাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানসহ বিনিয়োগকারীদের বহুল প্রত্যাশিত বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যে বিনিয়োগ সীমা গণনা করা হবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ব্যাংক ও লিজিং কোম্পানির শেয়ারবাজারে বিনিয়োগ সীমা গণনায় এরইমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় আইন সংশোধন করতে হবে।
তবে আইন সংশোধনের আগে মৌখিকভাবে বিনিয়োগ সীমা কস্ট প্রাইসে করার বিষয়টি ব্যাংক ও লিজিং কোম্পানি কর্তৃপক্ষকে জানানোর জন্য বাংলাদেশ ব্যাংককে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে।
শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই বিনিয়োগ সীমা গণনায় কস্ট প্রাইসকে বিবেচনায় নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানিয়ে আসা হচ্ছে। এর পেছনে শেয়ারবাজার উর্ধ্বমূখী ধারায় গেলেই বাজার দর বেড়ে যাওয়ায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সীমা অতিক্রম করে। ফলে বিদ্যমান আইনের কারনে ব্যাংক ও লিজিং কোম্পানিগুলোর বাধ্যতামূলক বিক্রির চাপ আসে এবং বাজারে পতন হয়।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ি ব্যাংক ও লিজিং কোম্পানিগুলো একক হিসাবে মূলধনের সর্বোচ্চ ২৫% ও সাবসিডিয়ারিসহ সমন্বিতভাবে ৫০% শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে।
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২২/আরএ