বিজনেস আওয়ার প্রতিবেদক : চলছে ভালোবাসার সপ্তাহ। আজ ভ্যালেন্টাইন উইকের চতুর্থ দিন, অর্থাৎ টেডি ডে। এদিন প্রিয়জনের হাতে টেডি তুলে দেন সবাই।
টেডি বিয়ার উপহার দেওয়ার মূল কারণ হলো ভালোবাসা প্রকাশ করা ও সঙ্গীকে খুশি করা। আপনি দূরে থাকলেও যেন সঙ্গী টেডিকে জড়িয়ে ধরে আপনাকে মনে করতে পারেন।
টেডির নামকরণ হয় কীভাবে? টেডি বিয়ারের নামের পেছনে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর টেডি রুজভেল্ট। একবার তার সঙ্গীরা একটি ভাল্লুককে আটক করে।
রুজভেল্ট সেই ভালুককে গুলি করতে রাজি হননি। নিউ ইয়র্কের ব্রুকলিনের ক্যান্ডি স্টোরের মালিক মরিস মিকটম এই ঘটনা থেকে অনুপ্রাণিত হন।
তিনি তৎকালীন রাষ্ট্রপতিকে একটি খেলনা ভাল্লুক উৎসর্গ করেন। এর নাম দেন টেডি বিয়ার। এরপর থেকে টেডি বাণিজ্য শুরু হয় বিশ্বজুড়ে।
বিজনেস আওয়ার/ ১০ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: