স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর মাঠে অনুশীলন শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার (১৯ জুলাই) থেকে ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন।
এ পর্বে ক্রিকেটাররা শুধু ফিজিক্যাল ট্রেনিং ও জিমওয়ার্ক করতে পারবেন। আজ সন্ধ্যার পরে জাতীয় দলের পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ক্রিকেটাররা আগে থেকেই উৎসাহ দেখিয়েছে। তাই আমরা আগামী রোববার থেকে ব্যক্তিগত পর্যায়ে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি। ৪ স্টেডিয়ামে ৯ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার নিজ উদ্যোগে প্র্যাকটিস করতে রাজি হয়েছেন।
জানা গেছে, মিরপুরে মুশফিকুর রহীম, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম অনুশীলন করবেন। খুলনার শেখ আবু নামের স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান। সিলেট স্টেডিয়ামে খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসান অনুশীলন করবেন।
বিজনেস আওয়ার/১৮ জুলাই, ২০২০/এ