ঢাকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিকোণ প্রেমে দীপিকা

  • পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
  • 70

বিজনেস আওয়ার প্রতিবেদক :নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব চ্যালেঞ্জই দারুণভাবে উতরে যানও তিনি। শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ ছবিতে তাঁর থেকে কম বয়সী নায়কের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ হতে দেখা গেল। এমনকি এই ছবির নায়ক সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দীপিকার চুম্বন দৃশ্য নিয়ে বিটাউন সরগরম।
ত্রিকোণ প্রেমের এই ছবিতে দীপিকার চরিত্রের নাম আলিশা। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে এক ভার্চ্যুয়াল সাক্ষাৎকারের শুরুতেই উঠে এল ‘গেহরাইয়াঁ’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রের প্রসঙ্গ। বাস্তবে আলিশার সঙ্গে তাঁর কতটা মিল?
এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমাদের মধ্যে খুব একটা মিল নেই। ছবিতে আলিশা খুব উচ্চাকাঙ্ক্ষী। আমি অতটা নই। তবে আমিও তাঁর মতো জীবনে অনেক কিছু পেতে চাই। যদিও আলিশার কিছু সিদ্ধান্তের সঙ্গে আমি একদমই সহমত নই।’
‘গেহরাইয়াঁ’ ছবির প্রতিটি চরিত্রের গভীরতা অনেক। এই ছবি দীপিকাকে কতটা প্রভাবিত করেছে? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগেই রণবীর আমাকে বলছিল যে সে বুঝতেই পারেনি যে আমি এতটা গভীর একটি চরিত্রে অভিনয় করছি। রণবীরের এই কথায় আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো চরিত্রের দ্বারা আমি মানসিকভাবে প্রভাবিত হই না। আমি খুব সহজভাবে সুইচ অফ বা অন করতে পারি। আমি আমার কাজকে কখনো বাড়িতে নিয়ে যাই না। বাড়িতে ফিরে আমি আমার ঘরের কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ি। ধোপাকে কাপড় নিয়ে যেতে বলি। ফোনে সবজি আর ফলের অর্ডার দিই। আর রান্নাবান্নাও করি।’
দীপিকা আরও বলেন, ‘সেটে আমার কাজের দুটি পদ্ধতি থাকে। শুটিংয়ের সময় আমার যদি কোনো গভীর দৃশ্য থাকে, তাহলে আমি সেটে একা চুপচাপ বসে গান শুনি। কারও সঙ্গে তখন কথাবার্তা বলি না। শুধু নিজের চরিত্রের প্রতি ফোকাস করি। আর যদি কোনো হালকা দৃশ্য থাকে, তাহলে সবার সঙ্গে খোশমেজাজে বসে খাবার খেতে খেতে আড্ডা দিই। সবার সঙ্গে মজা করি।’
দীপিকাকে এর আগে নানা চরিত্রে দেখা গেছে। সব চরিত্রেই তিনি দর্শকের নজর কেড়েছেন। এই বলিউড নায়িকা কী ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন?
জবাবে দীপিকা বলেন, ‘আমাকে আপনারা নানান চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তবে আমি বাস্তবধর্মী ছবি আর চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করি। এর আগে “পিকু” আর “তামাশা” ছবিতে বাস্তব থেকে নেওয়া চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একদমই আলাদা। এর আগে আমি এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। “গেহরাইয়াঁ” ছবিতে আমার চরিত্রে অনেক স্তর আছে। পাশাপাশি চরিত্রটি খুব জটিল। শকুন (পরিচালক) বাস্তবধর্মী ছবি বেশি বানায়। তাই আমি তাঁর পরিচালিত ছবিতে কাজ করতে রাজি হয়েছিলাম।’
‘গেহরাইয়াঁ’ ছবিতে সম্পর্কের টানাপোড়েন, জটিলতা, প্রতারণা, ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। সম্পর্কের প্রসঙ্গ উঠতেই দীপিকা বলেন, ‘আমি আমার স্বামী, বাবা, মা, বোন, শ্বশুর, শাশুড়ি, ননদ তাঁদের সবাইকে নিয়ে অত্যন্ত পজেসিভ। একটা ভালো সম্পর্কের মূল উপাদান আপনি সেই সম্পর্কের প্রতি কতটা সৎ। বিশ্বাস থেকেই একটা ভালো সম্পর্কের জন্ম নেয়। অনেক সময় আমরা একে অপরের কথায় সহমত পোষণ করি না। কিন্তু তাই বলে কথা বন্ধ করা উচিত নয়।’জবাবে দীপিকা বলেন, ‘আমাকে আপনারা নানান চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তবে আমি বাস্তবধর্মী ছবি আর চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করি। এর আগে “পিকু” আর “তামাশা” ছবিতে বাস্তব থেকে নেওয়া চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একদমই আলাদা। এর আগে আমি এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। “গেহরাইয়াঁ” ছবিতে আমার চরিত্রে অনেক স্তর আছে। পাশাপাশি চরিত্রটি খুব জটিল। শকুন (পরিচালক) বাস্তবধর্মী ছবি বেশি বানায়। তাই আমি তাঁর পরিচালিত ছবিতে কাজ করতে রাজি হয়েছিলাম।’
‘গেহরাইয়াঁ’ ছবিতে সম্পর্কের টানাপোড়েন, জটিলতা, প্রতারণা, ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। সম্পর্কের প্রসঙ্গ উঠতেই দীপিকা বলেন, ‘আমি আমার স্বামী, বাবা, মা, বোন, শ্বশুর, শাশুড়ি, ননদ তাঁদের সবাইকে নিয়ে অত্যন্ত পজেসিভ। একটা ভালো সম্পর্কের মূল উপাদান আপনি সেই সম্পর্কের প্রতি কতটা সৎ। বিশ্বাস থেকেই একটা ভালো সম্পর্কের জন্ম নেয়। অনেক সময় আমরা একে অপরের কথায় সহমত পোষণ করি না। কিন্তু তাই বলে কথা বন্ধ করা উচিত নয়।’
দীপিকা তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে নাম, যশ, অর্থ ও প্রতিপত্তি সবকিছু নিজের হাতের মুঠোয় নিয়েছেন। নিজের এই চলচ্চিত্রভ্রমণ নিয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম ছবি শাহরুখ খানের সঙ্গে ছিল। সেটা নিয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত ছিলাম। এরপর ধীরে ধীরে আমি নিজের প্রতিভা সম্পর্কে জেনেছি। কোনটা ঠিক, কোনটা ভুল, তা বুঝতে শিখি। সময়ের সঙ্গে সঙ্গে আমি মানুষ ও অভিনেতা হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠেছি। আমি আরও নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আমার কাজের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করতে চাই।’
শকুন বাত্রার ‘গেহরাইয়াঁ’ ছবিটি আজ শুক্রবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। দীপিকা, সিদ্ধান্ত ছাড়া এই ছবির মূল চরিত্রে অনন্যা পান্ডে, নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর আছেন।

বিজনেস আওয়ার/১১ ফেব্রুয়ারি,২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

ত্রিকোণ প্রেমে দীপিকা

পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক :নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সব চ্যালেঞ্জই দারুণভাবে উতরে যানও তিনি। শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ ছবিতে তাঁর থেকে কম বয়সী নায়কের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ হতে দেখা গেল। এমনকি এই ছবির নায়ক সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দীপিকার চুম্বন দৃশ্য নিয়ে বিটাউন সরগরম।
ত্রিকোণ প্রেমের এই ছবিতে দীপিকার চরিত্রের নাম আলিশা। প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে এক ভার্চ্যুয়াল সাক্ষাৎকারের শুরুতেই উঠে এল ‘গেহরাইয়াঁ’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রের প্রসঙ্গ। বাস্তবে আলিশার সঙ্গে তাঁর কতটা মিল?
এমন প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘আমাদের মধ্যে খুব একটা মিল নেই। ছবিতে আলিশা খুব উচ্চাকাঙ্ক্ষী। আমি অতটা নই। তবে আমিও তাঁর মতো জীবনে অনেক কিছু পেতে চাই। যদিও আলিশার কিছু সিদ্ধান্তের সঙ্গে আমি একদমই সহমত নই।’
‘গেহরাইয়াঁ’ ছবির প্রতিটি চরিত্রের গভীরতা অনেক। এই ছবি দীপিকাকে কতটা প্রভাবিত করেছে? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগেই রণবীর আমাকে বলছিল যে সে বুঝতেই পারেনি যে আমি এতটা গভীর একটি চরিত্রে অভিনয় করছি। রণবীরের এই কথায় আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো চরিত্রের দ্বারা আমি মানসিকভাবে প্রভাবিত হই না। আমি খুব সহজভাবে সুইচ অফ বা অন করতে পারি। আমি আমার কাজকে কখনো বাড়িতে নিয়ে যাই না। বাড়িতে ফিরে আমি আমার ঘরের কাজে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ি। ধোপাকে কাপড় নিয়ে যেতে বলি। ফোনে সবজি আর ফলের অর্ডার দিই। আর রান্নাবান্নাও করি।’
দীপিকা আরও বলেন, ‘সেটে আমার কাজের দুটি পদ্ধতি থাকে। শুটিংয়ের সময় আমার যদি কোনো গভীর দৃশ্য থাকে, তাহলে আমি সেটে একা চুপচাপ বসে গান শুনি। কারও সঙ্গে তখন কথাবার্তা বলি না। শুধু নিজের চরিত্রের প্রতি ফোকাস করি। আর যদি কোনো হালকা দৃশ্য থাকে, তাহলে সবার সঙ্গে খোশমেজাজে বসে খাবার খেতে খেতে আড্ডা দিই। সবার সঙ্গে মজা করি।’
দীপিকাকে এর আগে নানা চরিত্রে দেখা গেছে। সব চরিত্রেই তিনি দর্শকের নজর কেড়েছেন। এই বলিউড নায়িকা কী ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন?
জবাবে দীপিকা বলেন, ‘আমাকে আপনারা নানান চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তবে আমি বাস্তবধর্মী ছবি আর চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করি। এর আগে “পিকু” আর “তামাশা” ছবিতে বাস্তব থেকে নেওয়া চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একদমই আলাদা। এর আগে আমি এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। “গেহরাইয়াঁ” ছবিতে আমার চরিত্রে অনেক স্তর আছে। পাশাপাশি চরিত্রটি খুব জটিল। শকুন (পরিচালক) বাস্তবধর্মী ছবি বেশি বানায়। তাই আমি তাঁর পরিচালিত ছবিতে কাজ করতে রাজি হয়েছিলাম।’
‘গেহরাইয়াঁ’ ছবিতে সম্পর্কের টানাপোড়েন, জটিলতা, প্রতারণা, ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। সম্পর্কের প্রসঙ্গ উঠতেই দীপিকা বলেন, ‘আমি আমার স্বামী, বাবা, মা, বোন, শ্বশুর, শাশুড়ি, ননদ তাঁদের সবাইকে নিয়ে অত্যন্ত পজেসিভ। একটা ভালো সম্পর্কের মূল উপাদান আপনি সেই সম্পর্কের প্রতি কতটা সৎ। বিশ্বাস থেকেই একটা ভালো সম্পর্কের জন্ম নেয়। অনেক সময় আমরা একে অপরের কথায় সহমত পোষণ করি না। কিন্তু তাই বলে কথা বন্ধ করা উচিত নয়।’জবাবে দীপিকা বলেন, ‘আমাকে আপনারা নানান চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তবে আমি বাস্তবধর্মী ছবি আর চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করি। এর আগে “পিকু” আর “তামাশা” ছবিতে বাস্তব থেকে নেওয়া চরিত্রে আমি অভিনয় করেছি। কিন্তু এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একদমই আলাদা। এর আগে আমি এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। “গেহরাইয়াঁ” ছবিতে আমার চরিত্রে অনেক স্তর আছে। পাশাপাশি চরিত্রটি খুব জটিল। শকুন (পরিচালক) বাস্তবধর্মী ছবি বেশি বানায়। তাই আমি তাঁর পরিচালিত ছবিতে কাজ করতে রাজি হয়েছিলাম।’
‘গেহরাইয়াঁ’ ছবিতে সম্পর্কের টানাপোড়েন, জটিলতা, প্রতারণা, ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। সম্পর্কের প্রসঙ্গ উঠতেই দীপিকা বলেন, ‘আমি আমার স্বামী, বাবা, মা, বোন, শ্বশুর, শাশুড়ি, ননদ তাঁদের সবাইকে নিয়ে অত্যন্ত পজেসিভ। একটা ভালো সম্পর্কের মূল উপাদান আপনি সেই সম্পর্কের প্রতি কতটা সৎ। বিশ্বাস থেকেই একটা ভালো সম্পর্কের জন্ম নেয়। অনেক সময় আমরা একে অপরের কথায় সহমত পোষণ করি না। কিন্তু তাই বলে কথা বন্ধ করা উচিত নয়।’
দীপিকা তাঁর ১৫ বছরের ক্যারিয়ারে নাম, যশ, অর্থ ও প্রতিপত্তি সবকিছু নিজের হাতের মুঠোয় নিয়েছেন। নিজের এই চলচ্চিত্রভ্রমণ নিয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম ছবি শাহরুখ খানের সঙ্গে ছিল। সেটা নিয়ে আমি অত্যন্ত রোমাঞ্চিত ছিলাম। এরপর ধীরে ধীরে আমি নিজের প্রতিভা সম্পর্কে জেনেছি। কোনটা ঠিক, কোনটা ভুল, তা বুঝতে শিখি। সময়ের সঙ্গে সঙ্গে আমি মানুষ ও অভিনেতা হিসেবে আরও সমৃদ্ধ হয়ে উঠেছি। আমি আরও নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই। আমার কাজের মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করতে চাই।’
শকুন বাত্রার ‘গেহরাইয়াঁ’ ছবিটি আজ শুক্রবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। দীপিকা, সিদ্ধান্ত ছাড়া এই ছবির মূল চরিত্রে অনন্যা পান্ডে, নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর আছেন।

বিজনেস আওয়ার/১১ ফেব্রুয়ারি,২০২২/ জে ভি

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: