বিজনেস আওয়ার প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনা সংক্রমণের হার কমছে। আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানোর প্রয়োজন হবে না।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে আগামীকাল একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি আরও দুদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।’
দীপু মনি বলেন, ‘কারিগরি পরামর্শক কমিটির সাথে এর আগেও আমরা পরামর্শ করে বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নিব।’
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: