বিজনেস আওয়ার প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর নিলামের প্রথম দিন দল পায়নি সাকিব আল হাসান। প্রথম দিনের ডাকে সাকিব আল হাসানকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কেউ।
আইপিএলের আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। সেই কলকাতাও আগ্রহ দেখায়নি। অবশ্য বিপিএলে ধুন্ধুমার পারফরম্যান্স করছেন সাকিব। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হয়ে গড়েছেন নতুন রেকর্ড।
গতকাল শুক্রবার বিপিএলে মিনিস্টার ঢাকার বিপক্ষে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা হন। তার আগে সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ২৩ রানে ২ উইকেট, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫০ রান ও বল হাতে ২০ রানে ২ উইকেট, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০ ও ২৩ রান দিয়ে ৩ উইকেট এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ৪১ ও বল হাতে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।
আইপিএলে সাকিব ২০১১ থেকে থেকে ২০২১ সাল পর্যন্ত ৯ আসরে খেলেছেন দুটি দলের হয়ে। মাঝে ২০১৩ ও ২০২০ সালের আসরে খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়।
এ সময় সাকিব খেলেন ৭১ ম্যাচ। তার মধ্যে ৫২ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯৩ রান। গড় ১৯.৮৩। ফিফটি মাত্র ২টি আর সেঞ্চুরি নেই। শূন্য রানে আউট হয়েছেন ৪ বার। ৪ মেরেছেন ৭৩টি ও ৬ মেরেছেন ২১টি।
অন্যদিকে বল হাতে নিয়েছেন ৬৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৪৪ করে। ৪ কিংবা ৫ উইকেটের দেখা পাননি একবারও।
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২২/কমা