বিজনেস আওয়ার প্রতিবেদক : ভালবাসার দিনে ভালবাসার নাটক থাকবে না, তা কি হয়। ভালবাসার দিনে ভালবাসার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে ভালবাসার আয়োজন ভালবাসার বিশেষ নাটকের জন্য। ভালোবাসা দিবসে টেলিভিশন চ্যানেলগুলোই বিশেষ আকর্ষণ থাকে আয়োজনের। গতকাল থেকেই বিভিন্ন টেলিভিশনে শুরু হয়ে গেছে তিন থেকে পাঁচ দিনের ভালোবাসার উৎসব। ভালোবাসাকে বিষয়বস্তু করে বিভিন্ন টেলিভিশনে প্রায় ৮০টি নাটক দেখানো হবে।
এবার একে একে জেনে নিন ভালোবাসা দিবসে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন-
এনটিভি, বাংলাভিশন, আরটিভি, নাগরিকসহ বেশ কিছু চ্যানেলে দেখা যাবে ভালোবাসাবিষয়ক নাটক ও টক শো। এ ছাড়া বিশেষ আয়োজন রয়েছে বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, এটিএন বাংলা, মাছরাঙা, বৈশাখী ও দেশ টিভিতে। নাটকগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, তাহসান, আফরান নিশো, মেহ্জাবীন, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জোভান, মুমতাহিনা টয়া, ইয়াশ রোহান, সাফা কবির, তাসনিয়া ফারিণ, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টি প্রমুখ। বেশির ভাগ নাটকে প্রাধান্য পেয়েছে রোমান্টিক ও কমেডি গল্প।
প্রতিবার একাধিক কাজ দিয়ে আলোচনায় থাকেন তাহসান খান। এবার দেশে না থাকায় তেমন কাজ করতে পারেননি তিনি। তাহসান বলেন, ‘এবার আশানুরূপ কাজ করতে পারিনি। দেশের বাইরে থাকায় অনেক আগেই একটি নাটকের শুটিং শেষ করে গিয়েছিলাম। আশা করছি দর্শকদের সেটা ভালো লাগবে।’ তৌসিফ মাহবুবের জন্য এবারের ভালোবাসা দিবস একটু ব্যতিক্রম। তিনি বলেন, ‘এবার ছয়টি কাজ করছি। কিন্তু চার মাস আগে পরিকল্পনা করে এগিয়েছি। প্রতিটি নাটকে আমি আলাদাভাবে সময় দিয়েছি। দর্শক নাটকগুলোতে ভালোবাসাকে ভিন্নভাবে দেখবেন।’
তাসনিয়া ফারিণকে দেখা যাবে বিভিন্ন চ্যানেলের পাঁচটি নাটকে। তিনি বলেন, ‘দর্শকদের ভালোবাসা দিবসের নাটক নিয়ে অনেক আগ্রহ থাকে। এ সময়টা চেষ্টা করি ব্যতিক্রম কিছু ভালোবাসার গল্পে কাজ করতে। এবারও বিশ্ববিদ্যালয়জীবনের প্রেম, বিয়ের পরে পারিবারিক সম্পর্ক, সমাজে মেয়েদের টিকে থাকার সংগ্রামের গল্পে অভিনয় করেছি। কম সময়ে চেষ্টা করেছি দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার।’
ভালোবাসা দিবসের নাটক দিয়েই ১০ বছর আগে ক্যারিয়ার শুরু করেছিলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সেই দিক থেকে তাঁর ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হচ্ছে আজ।
এবার মাত্র একটি নাটক বানিয়েছেন তিনি। এই পরিচালক বলেন, ‘একটি সিনেমার কাজে ব্যস্ত থাকায় চেয়েছিলাম নাটকের কাজে হাত দেব না। তবে শেষ মুহূর্তে সুইসাইডকে ঘিরে লাফ নামে একটি নাটক নিয়ে আসছি। গল্পে সুইসাইডের বেশ কিছু মন্দ দিক দেখানো হয়েছে। আত্মহত্যার মাধ্যমে আমরা কী হারাচ্ছি, কী পাচ্ছি, সমাজ কোন পথে যাচ্ছে, এ বার্তাগুলো দেওয়া হয়েছে। এটি আমরা রোমান্টিকের মধ্যে কমেডির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরছি।’
ভালোবাসা দিবস ঘিরে এবার সবচেয়ে বেশি নাটক প্রচারিত হবে বাংলাভিশনে। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান তারেক আখন্দ বলেন, ‘আমরা সময়ের ট্রেন্ডকেই অনুসরণ করেছি। এখন দর্শক সবচেয়ে বেশি দেখছেন রমকম, অর্থাৎ রোমান্টিকের মধ্যে কমেডি ঘরানার নাটক। তবে মূল উপজীব্য মানুষের সম্পর্ক। সমাজবাস্তবতায় সম্পর্কগুলোতে এখন অনেক পরিবর্তন আসছে। সেটাই আমরা দেখানোর চেষ্টা করেছি।’
বিজনেসে আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি