বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস এবার একই দিনে উদ্যাপিত হচ্ছে। আর তারকারা নিজেদের সাজেও এনেছে পরিবর্তন। কেউ ভালোবাসা দিবস, কেউবা ফাল্গুনকে প্রাধান্য দিয়ে সাজসজ্জার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। দেখে নিন, ভালোবাসা ও ফাল্গুনে কেমন ছিল এসব তারকার সাজ।
গত বছর থেকে দেশের বাইরে অবস্থান করছেন শাকিব খান। এবারের পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। আজ সোমবার ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারা বছর থাকুক। প্রকৃতির রং ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাম…
‘বসন্তের পড়ন্ত বিকেলে ভালোবাসার সাতকাহন। তবু কিছু কথা রয়ে যায় বাকি, থাকুক নাহয়, রয়ে যাক? তোমার আমার মুখোমুখি কিছু কথোপকথন? কেটে যাক মুহূর্ত, কেটে যাক ক্ষণ। এসো তুমি, আমি এ সময়ের গন্ধ মাখি।’ একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে এমন কথা লিখেছেন তানিয়া আহমেদ।
বাপ্পা মজুমদার, গায়ক ও সংগীত পরিচালক একমাত্র মেয়ে পিয়েতা, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনসহ একটি সেলফি পোস্ট করে বাপ্পা মজুমদার লিখেছেন, শুভ বসন্ত। শুভ ভালোবাসা দিবস।
অভিনয়শিল্পী মেহজাবীনের ফাল্গুন ছিল একদমই সাদামাটা। দিনটিতে বাসায় রয়েছেন তিনি। কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, আ ক্যাজুয়াল ফাল্গুন ডে।
দেশের গুণী ১৩জন অভিনয়শিল্পীসহ একটি স্থিরচিত্র পোস্ট করে বিজরী লিখেছেন, ‘একটি অন্য রকম দিন, চিরসবুজ মানুষদের সঙ্গে থাকলে বসন্ত চারদিকে তার রং ছড়াবেই। আজ আসলেই আমাদের প্রাণের মানুষের সঙ্গে অনেক বেশি ভালোবাসাময় দিন কাটালাম। আমাদের এই অভিভাবকদের মনের বাসন্তী রং আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক ভালোবাসার রূপ হয়ে। আমাদের আগলে রেখো এভাবেই প্রিয় পরিবার’।
দেশের ২৫টি সিনেমা হলে চলছে বাপ্পী ও অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটির পোস্টার শেয়ার করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। ছবিটি পোস্ট করে লিখেছেন, ভালোবাসার এই দিনে প্রিয়জনদের নিয়ে উপভোগ করুন ভালোবাসার ছবি।
বিশেষ এ দিনটিতে বান্দরবানের আলীকদমে রয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবিটি পোস্ট করে লিখেছেন, জার্নি টু হ্যাভেন।
বিজনেসে আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি