বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) বিআইসিএমের সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মত ফিন্যান্সিয়াল টেকনোলজিসের (ফিনটেক) ওপর পরিপূর্ণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। সম্প্রতি ডিএসই’র ট্রেনিং একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে বিআইসিএম-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা বেগম বলেন, ফিনটেকের প্রশিক্ষণ শুধুমাত্র টেকনোলজি শেখা তা নয় বরং গ্লোবালি ফিনটেক হলো ফাইন্যান্স, ইকোনমিক্স, একাউন্টিং ও ইনফরমেশন টেকনোলজিসহ সব কিছুর একটি সমন্বিত জ্ঞান। ফিনটেক ফিন্যান্সিয়াল প্রোডাক্ট, প্রসেস এবং ক্যাপিটাল মার্কেটের সাথে সংশ্লিষ্ট উন্নত টেকনোলজি যেমন আরবিট্রেশন ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং, ব্লক চেইন, ডেটা এনালাইটিক্স এগুলোর মাধ্যমে নিত্য নতুন সার্ভিসগুলোকে আরও মর্ডানাইজ করছে।
ড. মাহমুদা বেগম আরো বলেন, আমাদের ক্যাপিটাল মার্কেটে ফিনটেক নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এর মাধ্যমে আমাদের অর্থনীতি আরও বেশি উন্নত হবে। আর এজন্য আমাদের ফিনটেকের বেসিকগুলো বুঝতে হবে এবং মানিয়ে নেয়ার জন্য আমাদের এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া বলেন, আপাতত ডিএসই ফিনটেক সম্পর্কে ধারণা গ্রহণ করবে। কিন্তু পরবর্তীতে ডিএসই ফিনটেক কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এজন্য যদি শুধু গুটি কয়েক লোকের ফিনটেক সম্পর্কিত জ্ঞান থাকে তাহলে পরবর্তীতে ডিএসইকে ফিনটেক কোম্পানি হিসেবে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সেজন্য এই ট্রেনিংয়ের আয়োজন।
তিনি আরও বলেন, “শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফিনটেক এ দক্ষ জনশক্তি তৈরী করলেই চলবে না, আমাদের স্টেকহোল্ডারদেরও সমৃদ্ধ করতে হবে। এটার মূল উদ্দেশ্যে হল ৫ পি থিওরির যে প্রথম পি, পিপল মানে আমাদের যে জনশক্তি ফিনটেক সম্পর্কে তাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করা। ভবিষ্যতে আরো বিশদ প্রশিক্ষণের আয়োজন করা হবে। মিড লেভেল থেকে আপার লেভেল সকল কর্মচারীদের ফিনটেক সম্পর্কিত জ্ঞান আাহরন করতে হবে। যাতে তারা নতুন পণ্য ডিজাইনে আমাদের সাহায্য করতে পারে। ”
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমীর প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।
প্রশিক্ষণ কর্মশালায় লিড ফ্যাসিলিটেটর হিসেবে সূবর্ণ বড়–য়া, পিএইচডি, এসোসিয়েট প্রফেসর অব ফিন্যান্স, ডিপার্টম্যান্ট অব ইন্টারন্যাশনাল বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন। কর্মশালাটি সপ্তাহে দুই দিন করে মার্চ মাস পর্যন্ত চলবে।
বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২২/পিএস