বিজনেস আওয়ার প্রতিবেদক :দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭১২তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জন। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৫৩৯ জন। শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। আগের দিন বুধবার শনাক্ত হয়েছিল তিন হাজার ৯২৯ জন।
এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৮ লাখ ২৯ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৩ লাখ এক হাজার ৯৬৩টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮০০ জনসহ মোট ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৯ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছে ২৪ হাজার ৫১৪ জন, যার শতকরা হার ৮৪ দশমিক ৮০ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছে তিন হাজার ৫৭৭ জন, যার শতকরা হার ১২ দশমিক ৩৭ শতাংশ। বাসায় ৭৮১ জন মারা গিয়েছে, যার শতকরা হার দুই দশমিক ৭০। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছে ৩৫ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব চারজন, সত্তোরঊর্ধ্ব পাঁচজন ও আশিউর্ধ্ব দু’জন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে দু’জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন।
বিজনেসে আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২২/ জে ভি